ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টোকিওতে রাষ্ট্রদূত মোমেন

বিদেশী নাগরিকের নিরাপত্তায় পদক্ষেপ গ্রহণ করেছে সরকার

প্রকাশিত: ০৮:৩৮, ২৮ অক্টোবর ২০১৫

বিদেশী নাগরিকের নিরাপত্তায় পদক্ষেপ গ্রহণ করেছে সরকার

কূটনৈতিক রিপোর্টার ॥ জাপানসহ বিভিন্ন দেশের নাগরিকদের নিরাপত্তায় সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। মঙ্গলবার টোকিওতে জাপানের সংসদ সদস্য ও ব্যবসায়ী প্রতিনিধি দলকে তিনি এসব জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। টোকিওর একটি হোটেলে মঙ্গলবার জাপানের ডায়েট ও ব্যবসায়ী প্রতিনিধি দলকে নিয়ে এক নৈশ্যভোজের আয়োজন করা হয়। জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগ (জেবিপিএফএল) এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে জাপানের প্রায় ১২ জন সংসদ সদস্য ও শীর্ষ প্রায় ২০ জন ব্যবসায়ী নেতা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জাপানের মিতসুবিশি, তোশিবা, টোরে, মারুবেনি, ওবায়শি ইত্যাদি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের উপপ্রধানমন্ত্রী তারো আসো। তিনি বলেন, জাপান বাংলাদেশের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র আরও জোরদার করবে। এ সময় মাসুদ বিন মোমেন তারো আসোকে জাপানী ভাষায় অনূদিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি উপহার দেন।
×