ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিপিএল দলগুলোর কোচ চূড়ান্ত

প্রকাশিত: ০৪:২৩, ২৮ অক্টোবর ২০১৫

বিপিএল দলগুলোর কোচ চূড়ান্ত

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল-টি২০) তৃতীয় আসরের জন্য দলও চূড়ান্ত হয়ে গেছে। দলগুলোতে খেলোয়াড়ও প্রায় চূড়ান্ত হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা মাঠে খেলা গড়ানোর। তা হবে ২২ নবেম্বর। এর আগে ২০ নবেম্বর উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে বিপিএলের পর্দা উঠবে। এ লীগে দল পরিচালনার জন্য যে বিষয়টি সবচেয়ে বেশি জরুরী, সেটি হচ্ছে প্রধান কোচ। দলগুলো সেটিও চূড়ান্ত করে ফেলেছে। এখন শুধু বাকি তা আনুষ্ঠানিক ঘোষণার। অবশ্য বিভিন্ন সময় দলগুলোর মালিকরা নিজেরাই কোচদের নামগুলো জানিয়ে দিচ্ছেন। রংপুর রাইডার্স যেমন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ শেন জার্গেনশনকে প্রধান কোচ করার কথা জানিয়েছে। ঠিক তেমনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স তো ‘প্লেয়ার্স বাই চয়েজে’র দিন মোহাম্মদ সালাউদ্দিনকে সঙ্গেই রেখেছে। ঢাকা ডায়নামাইটসের কোচ হচ্ছেণ দক্ষিন আফ্রিকার সাবেক ব্যাটসম্যান মিকি আর্থার। বরিশাল বুলসে যে দক্ষিণ আফ্রিকারই গ্রাহাম ফোর্ডকে প্রধান কোচ করা হচ্ছে তা আগেই জানিয়ে দিয়েছে দলটি। সিলেট সুপার স্টারসেও যে সারোয়ার ইমরান কোচ, তা বোঝা গেছে ‘প্লেয়ার্স বাই চয়েজে’র দিনেই। আর চিটাগং ভাই কিংসে রবিন সিং’কে প্রধান কোচ করার কথা মালিকপক্ষই জানিয়ে দিয়েছে। খেলোয়াড় বণ্টনের প্লেয়ার্স বাই চয়েজ অনুষ্ঠানে ভাগ্যের দারুণ সহায়তা পাওয়া রংপুর রাইডার্স প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক প্রধান কোচ শেন জার্গেনসেনকে। আর তার সহকারী হিসেবে থাকছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। কুমিল্লা ভিক্টোরিয়ান্স আস্থা রাখছে দেশী কোচদের উপরই। প্রধান কোচ হিসেবে তারা নিয়োগ দিয়েছে মোহাম্মদ সালাউদ্দিনকে। এর আগে বিপিএলে সিলেট রয়্যালসের কোচের দায়িত্ব পালন করা এই কোচ দীর্ঘদিন জাতীয় ক্রিকেট দলের সঙ্গেও কাজ করেছেন। এই দলের সহকারী কোচ হিসেবে থাকছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। বিপিএলের আরেক হাইপ্রোফাইল বিদেশী কোচ দক্ষিণ আফ্রিকান মিকি আর্থার। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সাবেক এই কোচকে নিয়োগ দিয়েছে ঢাকা ডায়নামাইটস। শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের সাবেক দক্ষিণ আফ্রিকান কোচ গ্রাহাম ফোর্ড। তার সঙ্গে চুক্তি করেছে বরিশাল বুলস। ইংলিশ কাউন্টি ক্রিকেটেও কোচিং এর বেশ ভাল অভিজ্ঞতা আছে এই হাইপ্রোফাইল কোচের। আগের মতোই সিলেটের নতুন ফ্র্যাঞ্চাইজিও আস্থাশীল দেশী কোচের উপর। অভিষেক টেস্টে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালনকারী সারোয়ার ইমরানের হাতেই থাকছে সিলেট সুপার স্টারসের কোচিংয়ের দায়িত্ব। চিটাগং ভাই কিংস কোচ হিসেবে নিয়োগ দিচ্ছে ভারতের রবিন সিংকে। এক সময় ভারতীয় জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে দুই বছর দায়িত্ব পালন করা এই কোচের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হিসেবে কাজ করারও অভিজ্ঞতা রয়েছে। ছয় ফ্র্যাঞ্চাইজির মধ্যে চারটিই প্রধান কোচ হিসেবে বেছে নিয়েছে বিদেশী কোচদের।
×