ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গ্রেফতারের পর জামিনে মুক্ত অমিত মিশ্র

প্রকাশিত: ০৪:২২, ২৮ অক্টোবর ২০১৫

গ্রেফতারের পর জামিনে মুক্ত অমিত মিশ্র

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরে বাইরে কোনদিক দিয়েই সময়টা ভাল যাচ্ছে না ভারত ক্রিকেট দলের। প্রথমবারের মতো নিজেদের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে টি২০-ওয়ানডে দুই সিরিজেই হার, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্ব নিয়ে প্রশ্ন, মাথাচাড়া দিয়ে ওঠা অধিনায়ক-কোচ দ্বন্দ্ব, অন্তর্বর্তী বস রবি শাস্ত্রীর বিরুদ্ধে কিউরেটরের অভিযোগ- তারই মধ্যে পুলিশের হাতে গ্রেফতার হলেন তারকা স্পিনার অমিত মিশ্র। অভিযোগ গুরুতর, বেঙ্গালুরুর হোটেলে এক নারীকে শারীরিকভাবে নির্যাতন করেন ভারতীয় ক্রিকেটার। গত ২০ অক্টোবর তার বিরুদ্ধে গালাগালি ও মারধরের অভিযোগ এনে স্থানীয় থানায় মামলা করেন ওই নারী। সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে মিশ্রকে আটক করে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ জানিয়েছে, যেহেতু এটি জামিনযোগ্য অপরাধ সেহেতু তিনি (মিশ্র) শীঘ্রই জামিন পাবেন। পরে দুপুরেই তার জামিন হয়ে যায়। বন্দনা নামে অমিত মিশ্রর এক বান্ধবী ও চলচ্চিত্র নির্মাতা অশোক নগর পুলিশের কাছে অভিযোগ করেন, ৩২ বছর বয়সী ভারতীয় জাতীয় দলের ডানহাতি স্পিনার মিশ্র গত ২৫ অক্টোবর দক্ষিণ বেঙ্গালুরুর একটি বিলাশবহুল হোটেলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ওই সময় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে অংশ নিতে ভারতীয় দলের সঙ্গে অনুশীলন ক্যাম্পে ছিলেন মিশ্র। ঘটনার তদন্তের জন্যই গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে তাকে জামিন দেয়া হয়। মামলার পর স্থানীয় সংবাদ মাধ্যমকে বন্দনা নামের ওই নারী বলেন, ‘আমি অমিত মিশ্রর বিরুদ্ধে আনা অভিযোগ তুলে নিচ্ছি না। কারণ তার দ্বারা শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছি। মানসিক ও ইমোশোনালি আহত হয়েছি। আমি চাই অমিত থানায় আসুক এবং এ ব্যাপারে আমার সঙ্গে কথা বলুক। পাঁচ ওয়ানডের সিরিজে অতিথি প্রোটিয়াদের কাছে ৩-২এ হারে মোড়ল ভারতীয়রা। প্রধান স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ইনজুরিতে পড়ায় মিশ্রর ওপর অনেক ভরসা ছিল। কিন্তু তিনি সেটি পূরণ করতে পারেননি। মামলা সত্ত্বেও পাঁচ ম্যাচের চারটিতে অংশ নিয়ে পেয়েছে মোটে ৪ উইকেট, যেখানে প্রতিপক্ষ স্পিনার ইমরান তাহিরের শিকার ৭। ১০টি করে উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে দুই প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা ও ডেল স্টেইন। ২০০৩ অভিষেকের পর এ পর্যন্ত ৩১ ওয়ানডেতে লেগস্পিনার মিশ্রর মোট উইকেট ৪৯। ১৬ টেস্টে ৫৮। ওদিকে সিরিজ নির্ধারণী পঞ্চম ওয়ানডেতে আগে ব্যাট করে ৪৩৮ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। ২২৪-এ গুটিয়ে গিয়ে ভারত হারে ২১৪ রানে! ম্যাচ শেষে ওয়াংখেড়ে স্টেডিয়ামের কিউরেটরের সঙ্গে প্রকাশ্য বিবাদে জড়িয়ে পড়েন ‘ডিরেক্টর’ কাম অন্তর্বর্তী কোচ শাস্ত্রী! ঘটনার প্রেক্ষিতে বিসিসিআই তার বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই কিউরেটর।
×