ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডব্লিউটিএ ফাইনালস

টানা দুই হার রাদওয়ানস্কার

প্রকাশিত: ০৪:২১, ২৮ অক্টোবর ২০১৫

টানা দুই হার রাদওয়ানস্কার

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম ম্যাচে হেরে গিয়েছিলেন বিশ্বের তিন নম্বর রাশিয়ার মারিয়া শারাপোভার কাছে। অবশ্য বেশ লড়াই করেছিলেন। দ্বিতীয় ম্যাচেও হারলেন এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা। দ্বিতীয় ম্যাচে বিশ্বের ৭ নম্বর ইতালির ফ্লাভিয়া পেনেত্তার কাছে পরাজিত হয়েছেন বিশ্বের ৫ নম্বর এ পোলিশ টেনিস তারকা। এবার সরাসরি সেটে হেরে গেছেন তিনি। পেশাদার ক্যারিয়ারের শেষ ট্যুরে পেনেত্তা জিতেছেন ৭-৬ (৭-৫), ৬-৪ সেটে। সিঙ্গাপুরে চলমান মৌসুমের শেষ আসর ডব্লিউটিএ ফাইনালসে এছাড়াও জিতেছেন বিশ্বের দুই নম্বর স্পেনের গারবিন মুগুরুজা ও ৬ নম্বর জার্মানির এ্যাঞ্জেলিক কারবার। বিশ্বের শীর্ষ আট তারকার এ আসরে অবশ্য এক নম্বর যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস অংশ নিতে পারছেন না। এ কারণে রোমানিয়ার সিমোনা হ্যালেপ এবারের টুর্নামেন্টে এক নম্বর হিসেবে খেলছেন। এবারই প্রথম মর্যাদার এ আসরে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন স্প্যানিশ তারকা মুগুরুজা। ২০০১ সালে সর্বশেষবার কোন স্প্যানিশ তারকা ডব্লিউটিএ ফাইনালসে খেলেছিলেন। সেবার আরাঞ্চা সানচেজ ভিকারিও খেলেন। ১৪ বছর পর আবারও কোন স্প্যানিশ মহিলা টেনিস তারকা হিসেবে খেলছেন মুগুরুজা। এ বছরটা দারুণ কেটেছে এ তরুণীর। উইম্বল্ডনের ফাইনালে ওঠেন যা তার ক্যারিয়ারে প্রথমবার কোন গ্র্যান্ডসøাম ফাইনাল। সেটিও ২০০০ সালের পর কোন স্প্যানিশ মহিলা টেনিস তারকার প্রথম গ্র্যান্ডসøাম ফাইনালে ওঠা। আর নিজের প্রথম ম্যাচেই তিনি প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভাকে। সাফারোভা এ আসরের আট নম্বর হিসেবে খেলছেন। সোমবার মুগুরুজা জয় তুলে নেন ৬-৩, ৭-৬ (৭-৪) সেটে। জয়ের পর তিনি বলেন, ‘এখানে আসতে পেরে, খেলতে পেরে এবং জয় পাওয়ার পর দারুণ লাগছে। কারণ এটাই আমার প্রথমবার।’ একই দিনে জয় তুলে নিয়েছেন কারবার। তিনি প্রথম ম্যাচেও জয় পেয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে কারবার জয় তুলে নিয়েছেন চেক তারকা পেত্রা কেভিতোভার বিপক্ষে। ষষ্ঠ বাছাই কারবার জয় পান ৬-২, ৭-৬ (৭-৩) সেটে। কারবার এ নিয়ে তৃতীয়বারের মতো ডব্লিউটিএ ফাইনালসে খেলছেন। কেভিতোভার বিপক্ষে ম্যাচটি ছিল তার এ আসরে। তবে এখন পর্যন্ত তিনি কোনবারই রাউন্ড রবীন লীগ পর্ব উতরে যেতে পারেননি। টানা দুই ম্যাচ জিতে এবার সুযোগ তৈরি হয়েছে প্রথম রাউন্ড উতরে যাওয়ার। কেভিতোভা পেশাদার ক্যারিয়ারের ইতি টানবেন এবার। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে দারুণ জ্বলে উঠেছেন এ ইতালিয়ান তারকা। এ বছরই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডসøাম হিসেবে জিতেছেন ইউএস ওপেন। ডব্লিউটিএ ফাইনালসেও শিরোপা জয়ের আশা জিইয়ে রেখেছেন ধারাবাহিকতা ধরে রেখে। হারিয়েছেন তার চেয়ে র‌্যাঙ্কিংয়ে ওপরে থাকা রাদওয়ানস্কাকে। রাদওয়ানস্কার বিপক্ষে জয়ের পর দারুণ খুশি পেনেত্তা বলেন, ‘আমি চেষ্টা করেছি খুব মনোযোগ ধরে রাখতে এবং আক্রমণাত্মক থাকতে। তিনি যেন নিজের কাজটা ঠিকভাবে করতে না পারেন সেজন্য জোরে বলে আঘাত করেছি যেন সময় কম পান। এটা বছরের শেষ টুর্নামেন্ট। আর আমার জন্যও শেষ কয়েকটি মুহূর্ত, অবশ্যই আমার কাছে প্রতি ম্যাচ বিশেষ কিছু।’ ২৬ বছর বয়সী রাদওয়ানস্কা টানা দুই ম্যাচ হারের পর এখন প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়ার শঙ্কায় আছেন। হ্যালেপ যদি শারাপোভাকে পরাজিত করেন তাহলেই রাদওয়ানস্কার বিদায় নিশ্চিত হয়ে যাবে।
×