ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চিটাগাং সিমেন্ট মামলার রায় ৮ নবেম্বর

প্রকাশিত: ০৩:৫৭, ২৮ অক্টোবর ২০১৫

চিটাগাং সিমেন্ট মামলার রায় ৮ নবেম্বর

অর্থনৈতিক রিপোর্টার ॥ ১৯৯৬ সালে পুঁজিবাজার কেলেঙ্কারির ঘটনায় আলোচিত চিটাগাং সিমেন্টের (বর্তমানে হাইডেলবার্গ সিমেন্ট) শেয়ার কারসাজি মামলার রায় আগামী ৮ নবেম্বর ঘোষণা করা হবে। আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ায় মঙ্গলবার দুপুরে রায় ঘোষণার এ দিন ধার্য করেন পুঁজিবাজার মামলা নিষ্পত্তিতে গঠিত ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবীর। এ মামলার আসামি হলেন ডিএসইর সাবেক প্রেসিডেন্ট রকিবুর রহমান, আবু তৈয়ব এবং এ এস এম শহিদুল হক বুলবুল। মঙ্গলবার রকিবুর রহমান এবং এ এস শাহিদুল হক বুলবুলের আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। এছাড়া আবু তৈয়বের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর ট্রাইব্যুনাল রায়ের তারিখ ঘোষণা করেন। এ সময় আদালতে আসামিরা ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন বিএসইসির আইনজীবী মাসুদ রানা খান। মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, আসামিরা ১৯৯৬ সালে চিটাগাং সিমেন্টের পরিচালক ছিলেন। ভারতীয় ও ইরানী বিনিয়োগকারীরা কোম্পানির শেয়ার কিনবে বলে আসামিরা মূল্য সংবেদনশীল তথ্য ছড়িয়ে শেয়ার মূল্য প্রভাবিত করেন। এ ব্যাপারে পরবর্তীকালে চিটাগাং সিমেন্টের পক্ষ থেকে সন্তোষজনক কোন জবাব পাওয়া যায়নি।
×