ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দরপতনে পুঁজিবাজারে লেনদেন চলছে

প্রকাশিত: ২০:৫৭, ২৭ অক্টোবর ২০১৫

দরপতনে পুঁজিবাজারে লেনদেন চলছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমে যাওয়ায় সূচকের মাঝারি ধরনের পতনে চলছে উভয় বাজারের লেনদেন। একই সঙ্গে লেনদেনেও ধীর গতি দেখা যাচ্ছে। মঙ্গলবার প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ডিএসইএক্স কমেছে ৩৩.৭৫ পয়েন্ট। এরফলে ডিএসই সূচক ৪৬০০ পয়েন্টের নীচে নেমে এসেছে। বেলা সাড়ে ১২ টায় সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৯৬.৮২ পয়েন্টে। এ সময়ে লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ২০৩টির ও অপরিবর্তিত রয়েছে ৪৯টির দর।দরবৃদ্ধির শীর্ষে রয়েছে তৃতীয় আইসিবি মিউচুয়াল ফান্ড। ৮.৬১ শতাংশ দর বেড়ে ২৬১ টাকায় লেনদেন হচ্ছিল এ ফান্ডটি। দ্বিতীয় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার ৫.৪৬ শতাংশ বেড়ে ২৫.১ টাকায়, তৃতীয় স্থানে থাকা জুট স্পিনার্সের দর ৪.৯৩ শতাংশ বেড়ে ৫১ টাকায় লেনদেন হচ্ছিল। এদিকে প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ১৩৯ কোটি ৬৩ লাখ টাকা। সোমবার এই সময়ে ২০০ কোটি টাকার বেশী লেনদেন হয়েছিল। লেনদেনের শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। এ কোম্পানির লেনদেন হয়েছে ১০ কোটি ৪৬ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার। ৬ কোটি ৮১ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি। তৃতীয় স্থানে থাকা সি অ্যান্ড এ টেক্সটাইলের লেনদেনের পরিমাণ হচ্ছে ৫ কোটি ২৬ লাখ ২৪ হাজার টাকা। লেনদেন এর পরে রয়েছে যথাক্রমে ইউনাইটেড এয়ার, কেডিএস এক্সেসরিজ, মিরাকল ইন্ডাস্ট্রিজ। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে সিএসসিএক্স ৫৪ পয়েন্ট কমে ৮৫৪৭.৪৯ পয়েন্টে অবস্থান করছিল। এ সময়ে লেনদেন হয়েছে ১৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৫টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দর।
×