ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র গুলি উদ্ধার, জলদস্যু গ্রেফতার

প্রকাশিত: ১৯:৪৯, ২৭ অক্টোবর ২০১৫

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র গুলি উদ্ধার, জলদস্যু গ্রেফতার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস॥ র‌্যাব-৬ খুলনার অভিযানে পশ্চিম সুন্দরবন হতে জলদস্যু ইলিয়াস বাহিনীর সদস্য গ্রেফতার এবং ২৩ টি বিদেশী আগ্নেয়াস্ত্র ও দেড় সহস্রাধিক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত জলদস্যু মোঃ শাহীনুর সরদারের দেয়া তথ্য অনুযায়ী সুন্দরবনের গহীন জঙ্গল থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। র‌্যাবের অভিযানে সুন্দরবন থেকে এক সঙ্গে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনা এই প্রথম বলে জানা গেছে। এ ব্যাপারে মঙ্গলবার সকাল ১০টায় খুলনার লবন চরাস্থ র‌্যাব-৬ সদর দফতরে প্রেস ব্রিফিংকালে এসকল অস্ত্র ও গুলি প্রদর্শন ও গ্রেফতারকৃত জলদস্যুকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। সুন্দরবনসহ উপকূলীয় এলাকায় বনদস্যু ও জলদস্যু মুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানয় র‌্যাব সদস্যরা। প্রেসব্রিফিংয়ের সময় র‌্যাব খুলনার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×