ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পেপসি-ডিআরইউ ক্রিকেট

জনকণ্ঠের দুর্দান্ত সূচনা

প্রকাশিত: ০৫:৩৮, ২৭ অক্টোবর ২০১৫

জনকণ্ঠের দুর্দান্ত  সূচনা

স্পোর্টস রিপোর্টার ॥ মিথুন আশরাফের দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক ক্রীড়া উৎসবের সবচেয়ে জমজমাট আসর পেপসি-ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্টে দুরন্ত সূচনা করেছে দেশের শীর্ষসারির পত্রিকা দৈনিক জনকণ্ঠ। সোমবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জনকণ্ঠ সহজেই ৩৪ রানের বড় ব্যবধানে পরাজিত করে বাংলা ট্রিবিউনকে। টস জয়ী জনকণ্ঠ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ওয়ানডাউনে খেলতে নামা মিথুনের ঝড়ো ব্যাটিংয়ে জনকণ্ঠ নির্ধারিত ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮১ রান করে। মিথুন ১৭ বলে ৫২ রানের হার না মানা বিস্ফোরক ইনিংস খেলেন। টুর্নামেন্টের নিয়মুযায়ী ৫০ রান করার পর অবসরে যেতে হয় ব্যাটসম্যানকে। যে কারণে আগেভাগেই উইকেট ছেড়ে আসতে হয় তাকে। এছাড়া জনকণ্ঠের হয়ে ওপেনার আরাফাত মুন্না ৭, নিখিল মানখিন ৫, নিয়াজ আহমেদ লাবু ৪, অপূর্ব কুমার পিকে ৪ রান করেন। তপন বিশ্বাস ১ রানে ও কোন রান না করে জাহিদুল আলম জয় অপরাজিত থাকেন। ৮২ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই জনকণ্ঠের বোলারদের তোপের মুখে পড়েন বাংলা ট্রিবিউনের ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট খোয়াতে থাকা দলটি জয়ের সম্ভাবনা সৃষ্টি করতে পারেনি। বলা যায়, পুরো ম্যাচেই একতরফা প্রাধান্য বিস্তার করে খেলেছে জনকণ্ঠ। নির্ধারিত ৬ ওভারে বাংলা ট্রিবিউন মাত্র ৪৭ রানে অলআউট হয়। দুই ওভারে দুটি উইকেট দখল করেন মিথুন। জনকণ্ঠের হয়ে ১ উইকেট লাভ করেন জাহিদুল আলম জয়। ম্যাচসেরা হন মিথুন। জনকণ্ঠের অন্য খেলোয়াড় ও কর্মকর্তারা হলেনÑ ওবায়দুল কবীর (কোচ), উত্তম চক্রবর্তী (ম্যানেজার) ও রাজন ভট্টাচার্য।
×