ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে ॥ সুলতানা কামাল

প্রকাশিত: ০৫:১৯, ২৭ অক্টোবর ২০১৫

সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে ॥  সুলতানা কামাল

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৬ অক্টোবর ॥ সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। তিনি বলেন, ‘এ দেশ আমার আপনার সবার। এখানে যারা হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টি করে তারা সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তারা দেশ ও জাতির শত্রু।’ সুলতানা কামাল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রণবাগ এলাকায় সংসদ সদস্য আলহাজ দবিরুল ইসলামের দখলকৃত সংখ্যালঘুদের জমি পরিদর্শন শেষে রবিবার রাত সাড়ে ৮টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি আরও বলেন, রণবাগ এলাকার সংখ্যালঘুদের আর্তনাদ আমাকে হতবাক করেছে। তারা এই দেশেই থাকতে চায়। নিরাপত্তা নিয়ে তারা খুবই শঙ্কিত। মানবাধিকারকর্মীদের যাওয়ার কথা শুনে সাংসদের লোকজন চা-বাগানের গাছ তুলে ফেলেন ও দখলকৃত শ্মশানঘাটের রাস্তাও খুলে দেন। এ থেকেই বোঝা যায় সাংসদের জমি দখল করার প্রক্রিয়া অব্যাহত আছে। এ সময় উপস্থিত ছিলেনÑ ব্যারিস্টার সারা হোসেন, তোবারক হোসেন, শামসুল হুদা, সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ, আবু তোরাব মানিক প্রমুখ।
×