ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাজীপুরে কারখানা বন্ধ পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশিত: ০৫:১৮, ২৭ অক্টোবর ২০১৫

গাজীপুরে কারখানা বন্ধ পোশাক শ্রমিকদের   সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২৬ অক্টোবর ॥ বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কালিয়াকৈরে এক পোশাক কারখানার শ্রমিকরা সোমবার অবস্থান ধর্মঘট, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। শ্রমিক অসন্তোষের মুখে কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করেছেন। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক আব্দুল খালেক ও স্থানীয়রা জানান, কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকাস্থিত সাদাত কম্পোজিট নীট ইন্ডাস্ট্রিজ লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা চলতি অক্টোবর মাসসহ সেপ্টেম্বরের বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য গত কয়েক দিন ধরে কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছিল। শ্রমিকদের আন্দোলনের মুখে তাদের বকেয়া বেতন রবিবার পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু কর্তৃপক্ষ এদিন বেতন পরিশোধ করতে ব্যর্থ হলে শ্রমিকরা বিক্ষোভ ও ভাংচুর করে। পরে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়। এ ঘটনার পর শ্রমিকরা প্রতিদিনের মতো সোমবার সকালে কাজে যোগ দিতে গিয়ে কারখানার গেটে তালা ও বন্ধের নোটিস দেখতে পায়। এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে বিক্ষোভ শুরু করে ও কারখানা ভাংচুরের চেষ্টা চালায়। এসময় শ্রমিকরা বড়ইবাড়ী-সফিপুর আঞ্চিলক সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে কারখানা কর্তৃপক্ষ আলোচনা করে আগামী বৃহস্পতিবার বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
×