ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাউফলে ১৫ লাখ টাকার সরকারী গাছ লোপাট

প্রকাশিত: ০৫:১৫, ২৭ অক্টোবর ২০১৫

বাউফলে ১৫ লাখ টাকার সরকারী গাছ লোপাট

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৬ অক্টোবর ॥ কালিশুরী চৌরাস্তা থেকে বাহেরচর সড়কের দুই পাশ থেকে সবুজ বেষ্টনীর ১৫ লাখ টাকা মূল্যের অর্ধশত সরকারী গাছ কেটে নিয়েছে ইউপি মেম্বার দেলোয়ার হোসেন। এর মধ্যে ১৫টি গাছ জব্দ করা হয়েছে। জানা গেছে, উপজেলা বন বিভাগ ওই সড়কের ১৫ নম্বর লটে কালিশুরী থেকে আবদুল খালেক হাওলাদারের বাড়ি পর্যন্ত ১৪টি, একই সড়কের ২য় লটে ৩০টি এবং ১৭ নম্বর লটে বাহেরচর কালিকা বাড়ি ব্রিজ থেকে ধলাপাড়া হুমায়ন মল্লিকের বাড়ি পর্যন্ত ২৮টিসহ মোট ৭২টি বাবুল, আকাশমণি ও শিশু গাছ টেন্ডার দেয়। কালিশুরী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার দেলোয়ার হোসেন টেন্ডারের গাছগুলো ক্রয় করেন। উপজেলা বন বিভাগ কর্তৃক গাছগুলো লাল কালি দিয়ে মার্কিং করে দেয়া হয়। কিন্তু মেম্বার দেলোয়ার হোসেন মার্কিংয়ের বাইরেও অর্ধশতাধিক গাছ কেটে নিয়েছেন। গত শুক্রবার থেকে গাছ কাটা শুরু হয় এবং শনিবার রাতের মধ্যে গাছগুলো সরিয়ে নেয়া হয়।
×