ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০১:৪৩, ২৬ অক্টোবর ২০১৫

হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক ॥ ময়মনসিংহে হত্যা মামলায় বাবা-ছেলেসহ সাতজনকে যাব্জ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জহিরুল কবীর এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার কাতলাসেন উত্তর বাজাইল গ্রামের আব্দুল কুদ্দুছ (৫৫), তার ছেলে আব্দুল জব্বার (৩০), একই গ্রামের আবু তাহের (৪০), তার ভাই আবুল কালাম (৩৮) ও আবু সাঈদ (৩৫), রফিকুল ইসলাম (৪০) এবং লাল মিয়া (৪২)। রায় ঘোষণার সময় সবাই আদালতে উপস্থিত ছিলেন। মামলার নথির বরাত দিয়ে আদালত পুলিশের পরিদর্শক নওজেস আলী মিয়া জানান, ডা. হারুনর রশীদের সঙ্গে আব্দুল কুদ্দুসসহ অন্য আসামিদের জমি নিয়ে বিরোধ ছিল। এর জেরে ২০০৯ সালের ১১ নভেম্বর বিকালে সদর উপজেলার কাতলাসেন বাজারে ডা. হারুনর রশীদকে (৪০) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে আসামিরা। ওইদিনই নিহতের ভাই মামুনর রশীদ বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে এ সাত জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
×