ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নীলফামারীতে সন্ত্রাসী কর্তৃক ভিক্ষুকের বাড়ি ভাংচুর

প্রকাশিত: ০১:১৮, ২৬ অক্টোবর ২০১৫

নীলফামারীতে সন্ত্রাসী কর্তৃক ভিক্ষুকের বাড়ি ভাংচুর

স্টাফ রির্পোটার,নীলফামারী॥ প্রতিবন্ধি এক ভিক্ষুক নারীর ঘরবাড়ি ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। একদল ভাড়াটে সন্ত্রাসী এসময় ওই ভিক্ষুককে নির্মমভাবে পিটিয়ে আহত করে।এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার উপজেলার বাহাগিলি ইউনিয়নের দক্ষিন বাহাগিলি বসুনিয়াপাড়া। এ ঘটনায় আজ সোমবার দুপুর ১২টায় ওই ভিক্ষুক কিশোরীগঞ্জ থানায় একটি মামলা দিয়েছে। অভিযোগে জানা যায় ওই গ্রামের মৃত কেন্দুরাম বর্মনের প্রতিবন্ধি মেয়ে ঝলোবালা(৫০) ভিক্ষা করে জীবন যাপন করে। সে তার মৃত বাবার রেখে যাওয়া ৪ শতক ভিটায় বসবাস করে আসছে। কিন্তু একদল ভুমিখাদকদের ওই ভিটার উপর নজর পড়ে। ঘটনার দিন পুষ্প চন্দ্র(২৭) ধনি চন্দ্র(৩৫) ওই জমি দখলে ভাড়া করা সন্ত্রাসী এনে জোড়পূর্বক সাদা ষ্ট্যাম্পে ঝলোবালার স্বাক্ষর নিতে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এত তারা ক্ষিপ্ত হয়ে ঘর ভাংচুর ও তাকে মারপিট করে পালিয়ে যায়। কিশোরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
×