ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আল আমিনের ফেরার সুযোগ!

প্রকাশিত: ০০:৫৯, ২৬ অক্টোবর ২০১৫

আল আমিনের ফেরার সুযোগ!

স্পোর্টস রিপোর্টার ॥ সম্প্রতি বাংলাদেশের পেস আক্রমণ দারুণ প্রভাব বিস্তার করতে সক্ষম হচ্ছে প্রতিপক্ষদের ওপর। সর্বশেষ কয়েকটা সিরিজে বাংলাদেশের পেসাররা উদ্ভাসিত নৈপুণ্য দেখিয়েছেন। কিন্তু জিম্বাবুইয়ের বিপক্ষে আসন্ন হোম সিরিজে পেসার সঙ্কটে পড়তে যাচ্ছে বাংলাদেশ দল। ওয়ানডে ও টি২০ অধিনায়ক এবং পেস বোলিংয়ের অন্যতম নির্ভরতা মাশরাফি বিন মর্তুজা সম্প্রতিই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সপ্তাহখানেক হাসপাতালে কাটিয়েছেন। তাই জিম্বাবুইয়ের বিপক্ষে পুরোপুরি ফিট হয়ে খেলতে নামা নিয়ে যথেষ্ট সংশয় আছে। অন্য দুই নির্ভরযোগ্য পেসার রুবেল হোসেন ও তাসকিন আহমেদের ইনজুরি বড় দুশ্চিন্তার কারণ। সে জন্য বিকল্প চিন্তা করতেই হচ্ছে। ইতোমধ্যেই বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে থাকা দল থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে পেসার আল-আমিন হোসেনকে। রুবেল-তাসকিন সময় মতো ফিট না হতে পারলে আবারও দলে ফেরার দারুণ সুযোগ এ তরুণের। আগামী ২ নবেম্বর বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুইয়ে ক্রিকেট দল। এবার সিরিজে আছে তিন ওয়ানডে ও দুই টি২০। বৃহস্পতিবার থেকে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে। মঙ্গলবার ঘোষণা হতে পারে প্রাথমিক দল।
×