ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিশুর লাশ ছয় টুকরা ॥ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

প্রকাশিত: ২৩:২৬, ২৬ অক্টোবর ২০১৫

শিশুর লাশ ছয় টুকরা ॥  জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ কলাপাড়ার নিজামপুরে শিশু সুমিকে জবাই করে লাশ ছয় টুকরা করে ধান ক্ষেতে ফেলে রাখার নৃশংস ঘটনার প্রধান আসামি খলিলুর রহমান পাহলোয়ানকে (৩৮) রিমান্ডে নিয়ে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক এর সম্পাদক হাওয়া বগম। সুমীর বাবা হামেদ মৃধাসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। হামেদ এসময় তার পরিবারের নিরাপত্তাহীনতার কথা বলে কান্না জুড়ে দেন। তিনি জানান, ইতোপুর্বে আদালত থেকে জামিন নেয়া আসামিরা তাকে হুমকি দিয়ে আসছে। তারা নৃশংস এ হত্যাকান্ডের ন্যায় বিচার চেয়েছেন। খলিলুর রহমান রবিবার স্বেচ্ছ্বায় আত্মসমর্পন করে জামিন আবেদন করলে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জেল হাজতে প্রেরন করেন। কলাপাড়া থানার ওসি মোহাঃ আজিজুর রহমান জানান, আসামি খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। বিজ্ঞ আদালত এ বিষয়ে বুধবার শুনানির দিন ধার্য রেখেছেন। উল্লেখ্য, প্রথম শ্রেণির শিক্ষার্থী ছয় বছরের সুমিকে ২০১৪ সালের ৪ নবেম্বর জবাই করে হত্যার পর লাশ ছয় টুকরা করে ধানক্ষেতের মধ্যে ফেলে রাখা হয়। নৃশংস হত্যাকান্ডের এ ঘটনায় খলিলসহ তিন জনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় একটি হত্যা মামলা (জি.আর-৩২৫/২০১৪) দায়ের করা হয়।
×