ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নীলফামারীতে আগাম আলু চাষের ধুম

প্রকাশিত: ২০:৫৩, ২৬ অক্টোবর ২০১৫

নীলফামারীতে আগাম আলু চাষের ধুম

স্টাফ রিপোর্টার, নীলফামারী॥ কৃষিবিভাগের ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণের আগেই আলু আবাদে কৃষকরা মাঠে নেমে পড়ে। আগাম ধানের চাষ করে, সে ধান কাটাই-মাড়াই শেষে নীলফামারীর বিভিন্ন এলাকায় কৃষকদের মাঝে আগাম আলু বুননের ধুম পড়েছে। এই আলু আগামী ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে বাজারে বিক্রি হবে। আজ সোমবার সরেজমিনে ঘুরে দেখা যায় দেশের আগাম আলু উৎপাদনের সুঁতিকাগার হিসেবে খ্যাত নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় আলু আবাদের ধুম পড়েছে। প্রতিবছর এই উপজেলায় ১০ হাজার হেক্টর জমিতে আগাম আলুচাষ হয়ে থাকে। আলুর মূল্য বৃদ্ধি পাওয়ার কারনে এবারো আলু চাষীরা বেশী সংখ্যক জমিতে আলু আবাদে মাঠে নেমে পড়েছে। আলু বোনার কাজে মাঠে কর্মব্যস্ত কিষান কিষানীরা জানায় প্রতিদিন খাওয়া-দাওয়া বাদে পারিশ্রমিক পাচ্ছে ৩০০ শত টাকা করে।
×