ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লক্ষ্মীপুরে বাদপড়া জেলেদের নিবন্ধন শুরু

প্রকাশিত: ২০:৪৫, ২৬ অক্টোবর ২০১৫

লক্ষ্মীপুরে বাদপড়া জেলেদের নিবন্ধন শুরু

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে বাদ পড়া জেলেদের নিবন্ধন রামগতিতে রবিবার থেকে শুরু হয়েছে। নিবন্ধনে বাদ পড়া জেলেদের নিয়ে গত এক বছর যাবৎ আন্দোলনের পর সরকার নতুন করে এ কার্যক্রম গ্রহন করে। জেলা মৎস্য বিভাগ জানিয়েছে, জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ৪৫হাজার। রামগতি উপজেলা সিনিয়র কর্মকর্তা মোর্শেদ আলম জানান, রামগতিতে পূর্বের নিবন্ধিত জেলের সংখ্য রয়েছে, ১৫হাজার নয়’শ ৩৬জন। রামগতিতে নতুন করে নিবন্ধন করা হয়েছে আরো এক হাজার ২০জনকে। চলতি সপ্তাহ পর্যন্ত এ নিবন্ধনের কার্যক্রম চলবে বলে তিনি জানান। এ কার্যক্রমের মাধ্যমে জেলেদের মাঝে বিভিন্ন আর্থিক অনুদান, উপকরন সরবরাহ এবং তাদের যে কোনো ধরণের সরকারের পক্ষ থেকে সহযোগিতার জন্য সহায়ক হবে। এতে প্রকৃত জেলেরাই ওই সব সুবিধা ভোগ করার সুযোগ পাবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
×