ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নীলফামারীর পল্লীতে পুতুল নাচের নামে অশ্লীলতা ॥ ধাওয়া পাল্টা ধাওয়া

প্রকাশিত: ২০:২৯, ২৬ অক্টোবর ২০১৫

নীলফামারীর পল্লীতে পুতুল নাচের নামে অশ্লীলতা ॥ ধাওয়া পাল্টা ধাওয়া

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ যাদু খেলা ও পুতুল নাচের নামে নারীদের বস্ত্রহীন নৃত্যের ঘটনা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে ৯টায় নীলফামারীর ডোমার উপজেলার পল্লী টোলেরডাঙ্গা নামক স্থানে আয়োজক ও সাধারন মানুষজনের মধ্যে ঘন্টাব্যাপী এ ঘটনা ঘটে। তারপরেও বন্ধ হয়নি ওই অশ্লীল নাচের আসর। এ ঘটনায় সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের শেষ সীমানা টোলেরডাঙ্গা। এলাকাটি নির্জন হওয়ায় এর সাথে এই উপজেলার বামুনিয়া, পাঙ্গামটকপুর, গোমনাতী,কেতকীবাড়ি জোড়াবাড়ি ও ডিমলা উপজেলা বালাপাড়া ইউনিয়ন সংযুক্ত। ওই সব ইউনিয়নের দর্শক টানতে সেখানে পুতুল নাচের নামে জীবন্ত নারীর অশ্লীল নৃত্য প্রদর্শন করা হচ্ছে৷ প্রতিঘন্টার শোর জন্য প্রতিজনের টিকেট করা হয়েছে ৫০ টাকা করে। প্রশাসনের চোখ ফাকি দিয়ে এবং কোন বৈধ অনুমতি ছাড়াই গত ২২ অক্টোবর থেকে এই অবৈধ প্রদর্শনী চলছে৷ এ ব্যাপারে ডোমার বোড়াগাড়ী ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন স¤পাদক মঞ্জরুল ইসলাম ডন এর সাথে মুঠোফোনে কথা বলা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুঁজার শেষ দিন থেকে এলাকার কিছু ছেলে পেলে এটি বসিয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন প্রশাসনিক কোন বৈধ অনুমতি নেই। তবে এলাকার সংসদ সদস্যের মাধ্যমে ডোমার থানা পুলিশকে অবগত করে এই শোঁ চলছে।
×