ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২০২০ সালে দেউলিয়া হতে পারে সৌদি ॥ আইএমএফ

প্রকাশিত: ০৫:১৮, ২৬ অক্টোবর ২০১৫

২০২০ সালে দেউলিয়া হতে পারে সৌদি ॥ আইএমএফ

সরকার যদি বর্তমান নীতিগুলোই মেনে চলে তাহলে ২০২০ সাল নাগাদ দেউলিয়া হয়ে যেতে পারে মধ্যপ্রাচ্যের বৃহত্তম অর্থনীতির দেশ সৌদি আরব। সম্প্রতি এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। সেই সঙ্গে দাতা সংস্থাটি বলছে, সৌদি আরবের এখন খরচে কাটছাঁটের সময় এসেছে। এজন্য আঞ্চলিক সঙ্কট এবং জ্বালানি তেলের দাম কমাকেই দায়ী করছে সংস্থাটি। আইএমএফ বলছে, এই মুহূর্তে সৌদি আরবের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং প্রায় এক কোটি মানুষের জন্য পুরো মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করা। ২০১৫ সালে সৌদি আরবের বাজেট ঘাটতি ২১ দশমিক ৬ এবং ২০১৬-তে ১৯ দশমিক ৪ হতে পারে বলে পূর্বাভাস আইএমএফের। -অর্থনৈতিক রিপোর্টার
×