ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৪:০৯, ২৬ অক্টোবর ২০১৫

নবম শ্রেণির পড়াশোনা

১. কোন বসতিতে ব্যবসায় বাণিজ্যের স্থান নগণ্য? ক) পৌর বসতি খ) অকৃষি গ্রামীণ বসতি গ) গ্রামীণ বসতি ঘ) ক ও খ উভয়ই ২. প্রতিটি দেশ ও মানুষ চায় – র. উন্নয়ন রর. কর্মসংস্থান ররর. জীবন যাত্রার মান উন্নয়ন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি? ক) বাংলাদেশ খ) কিলিমানজারো গ) জাপান ঘ) ইতালী ৪. টেলক কী? ক) শিলা খ) কর্দম গ) ব্যাসল্ট ঘ) খনিজ ৫. কোন শিলার কোনো স্তর নেই? ক) পাললিক শিলা খ) অপত্রায়ন শিলা গ) রূপান্তরিত শিলা ঘ) আগ্নেয় শিলা ৬. আমাদের দেশের শহরের পরিকল্পনার মানচিত্রগুলোকে কোন মানচিত্রের অন্তর্ভুক্ত? ক) প্রাকৃতিক বিষয়সংক্রান্ত খ) দেওয়াল মানচিত্র গ) ভূ-চিত্রাবলি মানচিত্র ঘ) মৌজা মানচিত্র ৭. গ্রাম, শহর, নগরের ক্রমবিকাশ ভূগোল কোন শাখায় আলোচিত হয়? ক) আঞ্চলিক খ) ঐতিহাসিক গ) সামাজিক ঘ) জনসংখ্যা ৮. ইটের ভাটায় প্রয়োজন – র. কাঠ পোড়ানো নিয়ন্ত্রণ রর. সনাতন পদ্ধতির পরিবর্তন ররর. আধুনিক পদ্ধতির প্রয়োগ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৯. কোন নক্ষত্রমন্ডলী দেখতে ভাল্লুকের মতো? ক) সপ্তর্ষিমন্ডল খ) কালপুরষ গ) ক্যাসিওপিয়া ঘ) কুকুরমন্ডল ১০. গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফলে বাংলাদেশের কোন জেলা জলমগ্ন হবে? ক) নোয়াখালী খ) ফেনী গ) মাদারীপুর ঘ) গোপালগঞ্জ ১১. বাংলাদেশের পাহাড়সমূহ কোন যুগে সৃষ্টি হয়েছে? ক) টারশিয়ারী খ) প্লাইস্টোসিন গ) সাম্প্রতিককালে ঘ) মধ্যযুগে ১২. উপকূল বিস্তৃত সমভূমি হলে মহীসোপান কেমন হবে? ক) সংকীর্ণ খ) প্রশস্ত গ) অতি সংকীর্ণ ঘ) অধিক প্রশস্ত ১৩. নীল নদ কোথায় অবস্থিত? ক) পাকিস্তান খ) মিসর গ) তুরস্ক ঘ) আফগানিস্তান ১৪. বাংলাদেশের কোথায় পীট জাতীয় কয়লার সন্ধান পাওয়া গেছে? ক) মৌলভীবাজারে খ) পাবনার চলনবিলে গ) রাজশাহীতে ঘ) সিলেটে ১৫. বিমান যোগাযোগের জন্য প্রয়োজন – র. কুয়াশামুক্ত বন্দর রর. ঝড়, ঝঞ্ছা মুক্ত বন্দর ররর. মেঘমুক্ত বন্দর নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৬. নিচের কোন কোন দেশে ইতস্তত বিক্ষিপ্ত বসতি দেখা যায়? ক) কানাডা খ) যুক্তরাষ্ট্র গ) অষ্ট্রেলিয়া ঘ) সবকয়টিই ১৭. পৃথিবীর জনসংখ্যা খুব ধীর গতিতে বাড়ছিল কখন? ক) ১৬৫৫ সালের দিকে খ) ১১০৩ থেকে ১৮৫০ সাল পর্যন্ত গ) খ্রিস্টীয় সালের প্রারম্ভ থেকে প্রায় দেড় হাজার বছর পর্যন্ত ঘ) ১৬৫০ সাল থেকে ১৯০০ সাল পর্যন্ত ১৮. আবহাওয়া ও জলবায়ুজনিত যাবতীয় প্রক্রিয়ার বেশির ভাগ কোন স্তরে ঘটে থাকে? ক) ট্রপোমন্ডল খ) স্ট্রাটোমন্ডল গ) তাপমন্ডল ঘ) এক্সোমন্ডল ১৯. ট্রপোমন্ডলের শেষ প্রান্তের অংশের নাম কী? ক) স্ট্রাটোমন্ডল খ) ট্রপোবিরতি গ) তাপমন্ডল ঘ) এক্সোমন্ডল ২০. কোনটি বায়ুমন্ডলের সবচেয়ে নিচের স্তর? ক) ট্রপোমন্ডল খ) স্ট্রাটোমন্ডল গ) মেসোমন্ডল ঘ) তাপমন্ডল ২১. পৃথিবীর অধিকাংশ মাছ ধরা হয়- র. নিউফাউন্ডল্যান্ডের উপকূলে রর. জাপান উপকূলে ররর. ব্রিটিশ দ্বীপপুঞ্জের উপকূলে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: ১. (ঘ) ২. (গ) ৩. (ক) ৪. (ঘ) ৫. (ঘ) ৬. (ঘ) ৭. (গ) ৮. (ঘ) ৯. (ক) ১০. (ক) ১১. (ক) ১২. (ঘ) ১৩. (খ) ১৪. (ঘ) ১৫. (ক) ১৬. (ঘ) ১৭. (গ) ১৮. (ক) ১৯. (খ) ২০. (ক) ২১. (ক)
×