ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলা ১ম পত্র

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৪:০৮, ২৬ অক্টোবর ২০১৫

দশম শ্রেণির পড়াশোনা

১. আকারে ছোট বলে ছোটগল্পে সম্ভব নয়- র. বহু ঘটনা সমাবেশ রর. বহু পাত্র-পাত্রীর ভিড় ররর. ঘটনার পঙ্খানুপুঙ্খ উপস্থাপন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২. অধর রায়ের বাড়ি থেকে বিতাড়িত হয়ে কাঙালি কাঠ চাইতে আর কার বাড়িতে গিয়েছিল? ক) নাপতে বৌদির খ) ভট্টাচার্য মহাশয়ের গ) ঈশ্বর নাপিতের ঘ) মুখুয্যের ৩. অপুর মতো দুর্গার গায়ের রং অতটা - ক) কালো নয় খ) ফর্সা নয় গ) শ্যামলা নয় ঘ) উজ্জ্বল নয় ৪. ‘প্রেম-অপ্রেম নিয়ে বেঁচে আছি’ কোন শ্রেণির গ্রন্থ? ক) উপন্যাস খ) গল্পগ্রন্থ গ) কাব্যগ্রন্থ ঘ) প্রহসন ৫. বঙ্কিমচন্দ্রের সমকালে ইতিহাস আশ্রিত উপন্যাসে আর কে রচনা করেছিল? ক) রমেশচন্দ্র দত্ত খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গ) সমরেশ বসু ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর ৬. ৭১ সালের ৫ সেপ্টেম্বর শরীফের বন্ধু-বান্ধব কী নিয়ে নানারকম চিন্তাভাবনা করছিল? ক) রুমীকে ছাড়িয়ে আনার ব্যাপারে খ) মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করার ব্যাপারে গ) নিজেদের নিরাপত্তার ব্যাপারে ঘ) গেরিলা তৎপরতা বাড়ানোর ব্যাপারে ৭. উপনিবেশধারী, ক্ষীণদৃষ্টি, ধর্মান্ধ এগুলো কাদের মনোভাব? ক) ভারতীয় শাসকবর্গের খ) পাকিস্তানি শাসকবর্গের গ) ইংরেজদের ঘ) বাঙালি শাসকবর্গের ৮. কবীর চৌধুরী আজীবন সংগ্রাম করে গেছেন যে ধরনের রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য - র. প্রগতিশীল ও আধুনিক রর. অসাম্প্রদায়িক ও সংস্কারমুক্ত ররর. স্বাধীন ও সার্বভৌম নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ৯. প্রমথ চৌধুরী কত তারিখে জন্মগ্রহণ করেন? ক) ১৮৬৮ সালের ৭ আগস্ট খ) ১৯৬৮ সালের ৭ আগস্ট গ) ১৭৬৮ সালের ৭ মার্চ ঘ) ১৮৬৮ সালের ৭ মার্চ ১০. ‘করুণরস’ হলো – র. শোকাশ্রিত রর. বিয়োগাশ্রিত ররর. রাগাশ্রিত নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১১. নিমগাছের কচি পাতাগুলো অনেকেই কীভাবে খায়? ক) কাঁচা খ) রৌদ্রে শুকিয়ে গ) চিনি দিয়ে মিশিয়ে ঘ) গাছ থেকে মরে ঝরে পড়লে ১২. ‘বীরবলের হালখাতা’ - গ্রন্থটি কার লেখা? ক) প্রমথ চৌধুরীর খ) মীর মশাররফ হোসেনের গ) ইসমাঈল হোসেন সিরাজীর ঘ) অন্নদাশঙ্কর রায়ের ১৩. দীনবন্ধু মিত্র কী ধরনের নাটক নিয়ে আবির্ভূত হন? ক) পৌরাণিক খ) ঐতিহাসিক গ) রাজনৈতিক ঘ) সামাজিক ১৪. ‘তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক ও শিক্ষাবিদ।’ - উক্তিটি কোন লেখক সম্পর্কে প্রযোজ্য? ক) প্রমথ চৌধুরী খ) রবীন্দ্রনাথ ঠাকুর গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঘ) মুহম্মদ শহীদুল্লাহ ১৫. নিমগাছের বাহারি ফুলগুলো ছিল - ক) থোকা থোকা খ) ছাড়া ছাড়া গ) অঙ্কুরিত ঘ) গাছের নিচে পাটির মতো ১৬. কারা হযরতের নবিত্বের শুরুতেই তাঁর ওপর নির্মম অমানুষিক অত্যাচার চালিয়েছিল? ক) আপনজনেরা খ) মক্কাবাসীরা গ) তায়েফবাসীরা ঘ) মদিনাবাসীরা ১৭. প্রমথ চৌধুরী কত তারিখে মৃত্যুবরণ করেন? ক) ১৯৬৭ সালের ৩ সেপ্টেম্বর খ) ১৯৪৬ সালের ২ সেপ্টেম্বর গ) ১৯৫৬ সালের ২ সেপ্টেম্বর ঘ) ১৯৪০ সালের ৭ মার্চ ১৮. ‘কারারুদ্ধ আহারতৃপ্ত মানুষের মূল্য কতটুকু?’ - এখানে মানুষ বলতে কাদের বোঝানো হয়েছে? ক) যারা জীবনসাধনায় ব্যস্ত খ) যারা সমাজ সংস্কারে লিপ্ত গ) যারা শিক্ষার কাজে ব্যস্ত ঘ) যারা অর্থসাধনায় ব্যস্ত সঠিক উত্তর : ১. (ঘ) ২. (ঘ) ৩. (খ) ৪. (গ) ৫. (ক) ৬. (ক) ৭. (খ) ৮. (ক) ৯. (ক) ১০. (ক) ১১. (ক) ১২. (ক) ১৩. (ঘ) ১৪. (খ) ১৫. (ক) ১৬. (খ) ১৭. (খ) ১৮. (ঘ)
×