ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাবার সুরে হুমাইরা বশির

প্রকাশিত: ০৪:০৫, ২৬ অক্টোবর ২০১৫

বাবার সুরে হুমাইরা বশির

স্টাফ রিপোর্টার ॥ নারী অধিকার নিয়ে বাবার সুর করা গান গাইলেন প্রয়াত সঙ্গীতশিল্পী বশির আহমেদের মেয়ে হুমাইরা বশির। ‘নারী মা, নারী বোন, নারী প্রিয়তমা, নারী দ্বিধাহীন অবিচল, নারী তিলোত্তমা’ শিরোনামের এ গানটি লিখেছেন এনামুল হক। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন শিল্পী বশির আহমেদের ছেলে রাজা বশির। প্রয়াত সঙ্গীত শিল্পী বশির আহমেদের অনেক গান এখনও শ্রোতাদের মনে রেখাপাত করে আছে। তাঁর গান শুনে মানুষ যেমন শান্তি পান তেমনি তাঁর অনেক গানে চোখের পানিও ঝরে। মৃত্যুর আগে তিনি এ গানটির সুর করে রেখে যান। বাবার এ গানটিকে শ্রোতাদের কাছে তুলে ধরার প্রয়াস পেয়েছেন তারই দুই সন্তান। গানটি প্রসঙ্গে হুমাইরা বশির বলেন, মূলত গানটি নারীদের অধিকার নিয়ে। বাবার সুর করা গানটি গেয়ে কিছুটা হলেও তাঁর একটি কাজকে সবার কাছে তুলে ধরার চেষ্টা করেছি। বিষয়ভিত্তিক গান করতে পেরে আমি আনন্দিত। কিছু দিনের মধ্যে গানটির মিউজিক ভিডিও বিভিন্ন বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন জনপ্রিয় পরিচালক এসএম তুষার।
×