ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০১৫’ প্রদান অনুষ্ঠান আজ

প্রকাশিত: ০৪:০৪, ২৬ অক্টোবর ২০১৫

‘ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০১৫’ প্রদান অনুষ্ঠান আজ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ, প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক এবং বাংলাদেশের প্রথম শিশু চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’র পরিচালক ফজলুল হকের ২৫তম প্রয়াণ দিবস আজ সোমবার। ১৯৯০ সালের এই দিনে গুণী এই ব্যক্তিত্বের প্রয়াণ ঘটে। ১৯৩০ সালের ২৬ মে বগুড়ায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন ফজলুল হক। প্রতিবছর এই গুণী মানুষটিকে স্মরণ করতে ফজলুল হক স্মৃতি কমিটি চলচ্চিত্র সাংবাদিকতা ও চলচ্চিত্র পরিচালনায় শ্রেষ্ঠত্বের বিচারে দু’জনকে পুরস্কার দিয়ে থাকে। এর অর্থমূল্য প্রতিটি ২৫ হাজার টাকা, সম্মাননাপত্র ও ক্রেস্ট। প্রয়াত ফজলুল হক স্মরণে ২০০৪ সাল থেকে এই পুরস্কার প্রবর্তন করেন তার স্ত্রী কথাশিল্পী রাবেয়া খাতুন। এ ছাড়াও এই চলচ্চিত্র সাংবাদিকের সম্মানার্থে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের একটি মূল মিলনায়তনের নামকরণ করা হয়েছে ‘ফজলুল হক স্মৃতি মিলনায়তন’। পাশাপাশি চলচ্চিত্র ও গণমাধ্যমে কাজ করতে আগ্রহীদের জন্য সৈয়দ সালাউদ্দিন জাকির প্রত্যক্ষ তত্ত্বাবধানে গড়ে তোলা হয়েছে ফজলুল হক ইনস্টিটিউট অব মিডিয়া স্টাডিজ নামে একটি প্রতিষ্ঠান। ফজলুল হক স্মৃতি কমিটির আহ্বায়ক মুহম্মদ জাহাঙ্গীর জানান, ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০১৫’ প্রদান উপলক্ষে রাজধানীর ওয়েস্টিন হোটেল বলরুমে আজ সোমবার দুপুর ১২টায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। সভাপতিত্ব করবেন কথাশিল্পী রাবেয়া খাতুন। তিনি আরও জানান, এবার ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০১৫’ পাচ্ছেন চলচ্চিত্র পরিচালনায় মাসুদ পারভেজ এবং চিত্র সাংবাদিকতায় শহীদুল হক খান।
×