ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চাঁপাইয়ের সড়ক কাহিনী

প্রকাশিত: ০৫:৫৪, ২৪ অক্টোবর ২০১৫

চাঁপাইয়ের সড়ক  কাহিনী

স্টাফ রিপোর্ট, চাঁপাইনবাবগঞ্জ ॥ জেলার পাঁচ উপজেলায় ৩ হাজার ১৩২ কিঃ মিটার পাকা সড়কের প্রায় পুরোটাই এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে জেলার সর্ববৃহত ও আর্থিকভাবে খুবই সচ্ছল সীমান্ত উপজেলা শিবগঞ্জে ৪৬০ কিলো. সড়কের প্রায় পাঁচশত কিলোমিটার সড়কের কোন অংশ এখন আর অক্ষত নেই। এসব সড়কের তত্ত্বাবধান করে থাকে সড়ক জনপদ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, কিছু অংশ পৌরসভা ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। এসব আঞ্চলিক সড়ক বর্তমানে কোন বিভাগই দেখভাল করে না। করলেও তা কাগজ-কলমে। গ্রামীণ জনপদের এসব সড়কের বেহাল দশা করে রাখার পেছনে সংশ্লিষ্ট বিভাগগুলো সক্রিয় ভূমিকা পালন করে থাকে। কারণ একটাই, মাঝে মধ্যেই সংস্কারে নামে ভুয়া বিল উঠিয়ে ভাগ বাটোয়ারা করে থাকে। যেমন শিবগঞ্জ-ধাইনগর ১২ কিলোমিটার সড়ক। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের পাকা সড়কটির কোন অংশে আজ আর কংক্রিটের চিহ্ন পাওয়া যাবে না। সাত বছর আগে সড়কটি নির্মাণে ব্যবহার করা হয়েছিল খুবই নিম্নমানের সামগ্রী। বিধায় ছয় মাসও রাস্তাটি টিকেনি। এই বারো কিলোমিটার সড়কে বর্তমানে, দ্রুতগামী যানবাহনে পার হতে সময় নিয়ে থাকে দেড় ঘণ্টা। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ সড়ক নির্মাণের পর একদিনের জন্যও কোন খোঁজখবর রাখার প্রয়োজন মনে করেনি। এমনকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপজেলা প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করলে তারা সরাসরি স্বীকার করেন রাস্তাটি তাদের কিনা এ ধরনের কোন তথ্য অফিসে নেই। তবে জেলা অফিস থেকে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। এদিকে উক্ত রাস্তার ব্যাপারে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ও সড়ক জনপদ বিভাগের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, শিবগঞ্জ-ধাইনগর বারো কিলোমিটার সড়ক সংস্কার করার কোন পথ নেই।
×