ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দল পেলেন কাপালী

প্রকাশিত: ০৫:৪৯, ২৪ অক্টোবর ২০১৫

দল পেলেন কাপালী

স্পোর্টস রিপোর্টার ॥ আইকন ক্রিকেটারসহ ৬৩ দেশী ও বৃহস্পতিবার হওয়া ‘প্লেয়ার্স বাই চয়েজে’ তালিকার বাইরেসহ ৪৪ বিদেশী ক্রিকেটারকে দলে নিয়েছে বিপিএলের তৃতীয় আসরে অংশ নিতে যাওয়া দলগুলো। অথচ সেখানে অলক কাপালীর স্থান হয়নি। তাই বেজায় চটেছিলেন এ অলরাউন্ডার। শেষ পর্যন্ত দল পেয়েছেন এ ক্রিকেটার। তাকে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দল পাওয়ার খবর শুক্রবার কাপালীই জানিয়েছেন। বলেছেন, ‘বৃহস্পতিবার রাতেই আমার সঙ্গে যোগাযোগ করেন কামাল ভাই (সাবেক বিসিবি ও আইসিসি সভাপতি আ হ ম মোস্তফা কামাল)। আমাকে বললেন, ‘তুমি আমার দলে (কুমিল্লা ভিক্টোরিয়ান্সে) খেলছো।’ কাপালী আরও জানালেন, ‘এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) মেইল পাঠানো হয়েছে। বিসিবিকে মেইল পাঠিয়েছে কুমিল্লা। অন্যদিকে, কুমিল্লার পক্ষ থেকে ফোন মারফত কয়েকবার আমার সাথে যোগাযোগ করা হয়েছে। নিশ্চিত করেছে তারা খেলছি আমি।’ ‘প্লেয়ার্স বাই চয়েজে’ যে ক্রিকেটাররা দল পাবেন না, স্বাভাবিকভাবেই তাদের মূল্য কম হওয়ার কথা। ‘বি’ গ্রেডে আছেন কাপালী। ব্যাটসম্যান কোঠায় তাকে রাখা হয়েছে। তার মূল্য ১৮ লাখ টাকা। এ থেকেও কম পাবেন কি কাপালী? সেই জবাব অবশ্য বৃহস্পতিবারই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন দিয়েছেন। বলেছেন, ‘এবার তেমন কোন সুযোগ থাকছে না। কেউ যদি এমন করে তাহলেও ওই ক্রিকেটারকে গ্রেড অনুযায়ী মূল্যে সই করা লাগবে।’ কাপালী নিজেই বললেন, ‘না এমন কিছু হচ্ছে না। আমি ‘বি’ গ্রেডের ক্রিকেটার, যে দাম তাতেই নেয়া হচ্ছে।’ এর আগে বৃহস্পতিবার কোন দল তার প্রতি আগ্রহ না দেখালে হতাশ হন। বলেছিলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না বিপিএলে আমি দল পাইনি। যেখানে গত আসরেও আমার ভালো পারফরম্যান্স ছিলো। আমার কাছে মনে হয়েছে এখানে পাফরম্যান্সের চেয়ে ‘অন্যকিছু’কে বেশি প্রাধান্য দেয়া হয়েছে। আমার কোন ব্যাকিং নেই। যাদের আছে, তারা দল পেয়েছেন। আমার নেই আমি পাইনি।’ বিপিএলের প্রথম আসরে সিলেটের আইকন ক্রিকেটার ছিলেন কাপালী। গত আসরে ছিলেন বরিশাল বার্নাসের অধিনায়ক। পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে ১৩০ রান করেন। বল হাতে শিকার করেন ছয়টি উইকেট। অবশেষে এবারও দল পেয়েই গেলেন কাপালী।
×