ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় পাচার ছেলেকে মুক্ত করতে এক মায়ের আকুতি

প্রকাশিত: ০৫:৪৫, ২৪ অক্টোবর ২০১৫

মালয়েশিয়ায় পাচার ছেলেকে মুক্ত  করতে এক  মায়ের আকুতি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৩ অক্টোবর ॥ মাত্র দুই ঘণ্টা ক্লাস আর এক ঘণ্টা প্রাইভেট, দিনের বাকি সময় কাজ করে প্রচুর টাকা আয়ের সুযোগ- এমন প্রলোভন দেখিয়ে শিক্ষার্থী জাবের হাওলাদারকে মালয়েশিয়া নিয়ে পুলিশে ধরিয়ে দেয়া হয়েছে। এখন মুক্তিপণ হিসেবে চাওয়া হয়েছে দুই লাখ টাকা। বর্তমানে জাবেরের পরিবার দিশেহারা হয়ে পড়েছে। এ ঘটনায় তার মা জয়নব রানী প্রতারক বেল্লাল খানসহ তার পরিবারের কয়েক সদস্যকে অভিযুক্ত করে কলাপাড়া থানায় অভিযোগ দিয়েছেন। প্রতারিত জাবেরের বাড়ি লতাচাপলী ইউনিয়নের ফাসিপাড়া গ্রামে এবং বেল্লালের বাড়ি একই ইউনিয়নের থঞ্জুপাড়া গ্রামে। জাবের বরিশাল বিএম কলেজের ইসলামের ইতিহাস বিষয়ে অনার্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। জানা গেছে, ২০১৪ সালের ১৫ মে থঞ্জুপাড়া গ্রামের বোন নাছিমা বেগমের বাড়িতে বেড়াতে যায় জাবের। সেখানে পরিচয় হয় বেল্লালের সঙ্গে। তখন তাকে উন্নত শিক্ষার সঙ্গে বেশি টাকা উপার্জনের লোভ দেখিয়ে মালয়েশিয়ায় যাওয়ার প্রলোভন দেখায়। বেল্লাল প্রায় একযুগ ধরে মালয়েশিয়ায় থাকে। ফাঁকে ফাঁকে দেশে আসে।
×