ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নতুন প্রজাতির কচ্ছপ

প্রকাশিত: ০৫:৩৯, ২৪ অক্টোবর ২০১৫

নতুন প্রজাতির কচ্ছপ

ইকুয়েডরের একটি দ্বীপে সম্প্রতি বড় আকারের কচ্ছপের একটি প্রজাতির সন্ধান পেয়েছেন গবেষকরা। এ প্রজাতির কচ্ছপের সংখ্যা কয়েক শ’। ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষক গিসেলা ক্যাকোনি গবেষক দলের নেতৃত্ব দেন। নতুন এ প্রজাতির নাম ‘চেলোনোইডিস ডনফোসতোই’। কচ্ছপের রক্ষণাবেক্ষণকারী ‘ফোসতো লিরেনার’ নামানুসারে এর নাম রাখা হয়েছে। -এএফপি
×