ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতে এবার থানা হেফাজতে দলিত কিশোরকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:৩৯, ২৪ অক্টোবর ২০১৫

ভারতে এবার থানা হেফাজতে দলিত কিশোরকে পিটিয়ে হত্যা

ভারতের হরিয়ানার দেবীপুর এলাকার গোহানা থানার পুলিশ দলিত এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে। বুধবার কিশোর গোবিন্দকে (১৫) কবুতর চুরির অভিযোগে পুলিশ গ্রেফতার করে। বৃহস্পতিবার তার লাশ একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করা হয়। খবর জিনিউজের। কয়েক দিন আগে ফরিদাবাদে ঘুমন্ত দলিত দুই শিশুকে প্রভাবশালীরা পুড়িয়ে হত্যা করার পরই এ ঘটনা ঘটল। কিশোর গোবিন্দের দেহ ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায়। তার শরীরে কালো আঘাতের দাগ রয়েছে। পরিবারের লোকজনের দাবি, থানায় নিয়ে যাওয়ার পরই মৃত্যু হয় গোবিন্দর। গোবিন্দকে ছাড়িয়ে নিতে ১৫ হাজার টাকা ঘুষ চায় পুলিশ। গোবিন্দের পরিবার খুব গরিব হওয়ায় এ টাকা যোগাড় করতে পারেনি। মৃতদেহ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুরো গ্রামের মানুষ ক্ষোভে ফেটে পড়ে। তারা বিক্ষোভে মৃতদেহ নিয়ে রাস্তায় নেমে আসে। রাস্তায় বিক্ষোভ করে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের কঠোর শাস্তি দাবি করে অবস্থান নেয় এলাকাবাসী। ঘটনার পর এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। গোহানার ডিএসপি বিজয় কুমার ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন। এদিকে দলিত কিশোর গোবিন্দকে পিটিয়ে হত্যার অভিযোগে থানার এএসআই সুভাষ ও অনিলকে সাসপেন্ড করা হয়েছে।
×