ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাকার নতুন চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান

প্রকাশিত: ০৫:৩৫, ২৪ অক্টোবর ২০১৫

সাকার নতুন চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল ও দেশের সর্বোচ্চ আদালতকে প্রশ্নবিদ্ধ করতে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা বলেন, সম্প্রতি যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর চূড়ান্ত রায়ে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ ফাঁসির রায় বহাল রাখায় ষড়যন্ত্রের গভীরতা আরও ব্যাপকতা পেয়েছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে বিদেশী লবিস্ট নিয়োগ করে দেশের বিচার ব্যবস্থা, গণতন্ত্র, স্থিতিশীলতাকে বিপন্ন করার কূটকৌশল চালানো হচ্ছে। বিচার কার্যক্রমের রায় কার্যকর করার এই চূড়ান্ত পর্যায়ে নতুন সাফাই সাক্ষী কোন অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। শুক্রবার বিভিন্ন সামাজিক সংগঠনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়েছে।
×