ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্পেনের ৪৩ কর্মীকে ফিরে আসার তাগিদ, অন্যথায় ব্যবস্থা

প্রকাশিত: ০৫:২২, ২৪ অক্টোবর ২০১৫

স্পেনের ৪৩ কর্মীকে ফিরে আসার  তাগিদ, অন্যথায় ব্যবস্থা

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, না’গঞ্জ, ২৩ অক্টোবর ॥ বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন বিদ্যুত প্রকল্প থেকে স্পেনের একটি কোম্পানির প্রত্যাহার করে নেয়া ৪৩ নাগরিককে ৫ নবেম্বরের মধ্যে ফিরিয়ে আনতে চিঠি দেয়া হয়েছে। অন্যথায় ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি-২-এর আড়াইহাজার জোনাল অফিসের নিজস্ব জায়গায় অফিস কমপ্লেক্স ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী পরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম বাবু এমপি, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য মোঃ আব্দুস ছাত্তার বিশ্বাস, আড়াইহাজার থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজালাল মিয়া, সাধারণ সম্পাদক আবদুর রশীদ ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক মিয়া মোঃ আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ সুন্দর আলী মিয়া, আড়াইহাজার পৌর মেয়র হাবিবুর রহমান, গোপালদী পৌর মেয়র এমএ হালিম সিকদার, গোপালদী পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম ভুইয়া, সাধারণ সম্পাদক জাকির মোল্লা, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির আড়াইহাজার জোনাল অফিসের ডিজিএম আসাদুজ্জামান, গোপালদী জোনাল অফিসের ডিজিএম মোঃ এমদাদুল হক।
×