ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেক্সিকোর উপকূলে হারিকেন প্যাট্রিসিয়া শক্তিশালী হচ্ছে

প্রকাশিত: ২২:১৫, ২৩ অক্টোবর ২০১৫

মেক্সিকোর উপকূলে হারিকেন প্যাট্রিসিয়া শক্তিশালী হচ্ছে

অনলাইন ডেস্ক ॥ প্রশান্ত মহাসাগরের মেক্সিকো উপকূলের অদূরে বৃহস্পতিবার রাতে প্রবল শক্তি সঞ্চয় করেছে ঘূর্ণিঝড় প্যাট্রিসিয়া। আবহাওয়াবিদরা এই হারিকেন ঝড়কে সর্বোচ্চ ‘ক্যাটাগরি ৫ মাত্রার’ বলে অভিহিত করেছেন। এটি মেক্সিকোর প্যাসিফিক উপকূলের দিকে ধেয়ে আসছে। আবহাওয়া পূর্বাভাসকারী একথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র জানায়, মাঞ্জানিল্লো বন্দর থেকে প্রায় ৩২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এটি ঘুরপাক খাচ্ছে। ঝড়টির বাতাসের গতিবেগ ঘন্টায় ২৬০ কিলোমিটার (১৬০মাইল)।
×