ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কলম্বো টেস্টে পাল্টা আঘাত শ্রীলঙ্কান বোলারদের

প্রকাশিত: ২০:৪৬, ২৩ অক্টোবর ২০১৫

কলম্বো টেস্টে পাল্টা আঘাত শ্রীলঙ্কান বোলারদের

অনলাইন ডেস্ক ॥ কলম্বো টেস্টে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট খেলতে আসা ওয়ারিকানের বোলিং তোপে প্রথম দিনেই প্রথম ইনিংসে ২০০ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে রান ১৭ রানে ১ উইকেট নিয়ে খেলতে নেমে দ্বিতীয় দিনের লাঞ্চ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের রান দাঁড়ায় ৪ উইকেটে ৭৭ রান। কলম্বোর উইকেট এখন পর্যন্ত ফাস্ট বোলাদের অধিপত্ব লক্ষ করা গেছে। শ্রীলঙ্কর পক্ষে তিনটি উইকেট নিয়েছেন মিডিয়াম ফাস্ট বোলার প্রসাদ। একটি উইকেট পেয়েছেন শ্রীওয়াধনা। চতুর্থ ইনিংস ব্যাট করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। তাই প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা বড় রানের লিট নিতে না পারলে ম্যাচ শ্রীলঙ্কার অনুকুলেই থাকতে পারে। তবে প্রথম টেস্টের মত এই টেস্টেও জয় পরাজয় নির্ধারিত হবে। দেখার বিষয় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে লিড নিতে পারে কি না? এখনও তারা ১২৩ রানে পিছিয়ে আছে হাতে আছে ৬ উইকেট। ওয়েস্ট্ ইন্ডিজের পক্ষে ব্যাটিং করছেন ওপেনার ব্রেথওয়েট ৩৭ ও ব্লাকউড শূন্য রানে।
×