ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উখিয়ায় সেনা সদস্যের সর্বস্ব ছিনতাই ॥ সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরছে

প্রকাশিত: ১৮:৫৩, ২৩ অক্টোবর ২০১৫

উখিয়ায় সেনা সদস্যের সর্বস্ব ছিনতাই ॥ সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরছে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজারে উখিয়ায় দিন দুপুরে সেনাবাহিনীর সদস্যের গাড়ি অবরোধ করে নগদ ২ লক্ষ ৩০ হাজার টাকা, ৩টি সিম কার্ড জাতীয় পরিচয় পত্র ও কাপড়ের ব্যাগ ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িত সন্ত্রাসীরা ২দিনেও ধরা পড়েনি। পুলিশ বলছে, আসামীদের ধরার চেষ্টা চলছে। কমান্ডো স্টাইলে একদল সশস্ত্র বৃহস্পতিবার সকালে উখিয়ার পালংখালীতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য লেন্সকর্পোরাল জিল্লুর রহমানের গাড়ি অবরোধ করে সর্বস্ব ছিনিয়ে নেয়। তিনি টেকনাফের হোয়াইক্যং কাটাখালীর মৌলভী আব্দুস ছালামের পুত্র। সেনা সদস্য লেন্সকর্পোরাল জিল্লুর রহমান (৩৪) বিভাগীয় ছুটির শেষে কর্মস্থলে ফেরার পথে পালংখালী পৌছলে চিহ্নিত সন্ত্রাসী একদল ছিনতাইকারী ২টি মোটরবাইক যোগে তাঁর মাক্রোবাস অবরোধ করে টেনে হেঁচড়ে গাড়ি থেকে তাকে জোর পুর্বক নামিয়ে তাঁর কাছে থাকা ২লক্ষ ৩০হাজার টাকা ও ৩টি সিম কার্ড, ১টি জাতীয় পরিচয় পত্র এবং তাঁর ব্যাগে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি ছিনিয়ে নেয়। সেনাবাহিনীর সদস্য জিল্লুর রহমান বলেন আমি কর্মস্থলে চলে যাওয়ার সময় আমার পিতার দেয়া ২লক্ষ ৩০হাজার টাকা ব্যাংকে জমা করতে কক্সবাজার গামী ১টি মাক্রোবাসে রওনা দিয়ে পালংখালী পৌছলে সন্ত্রাসীরা এ কান্ড ঘটিয়েছে। পালংখালী আঞ্জুমাণপাড়ার আব্দুল গফুরের পুত্র আলী আহমদ, মো: সিকান্দারের পুত্র আব্দুল গণি ও মৃত এজাহার মিয়া পুত্র জিয়াউর রহমানকে আসামী করে উখিয়া থানায় এজাহার দায়েরের দুইদিনেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তারা এলাকায় প্রকাশ্যে ঘুরছে বলে জানা গেছে। তবে উখিয়া থানা পুলিশ জানায়, জড়িতদের কাউকে ছাড় দেয়া হবেনা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
×