ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় পাসপোর্ট অফিসের ভবন না থাকায় নানা সমস্যা

প্রকাশিত: ০৫:৫১, ২৩ অক্টোবর ২০১৫

গাইবান্ধায় পাসপোর্ট অফিসের ভবন না থাকায় নানা সমস্যা

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২২ অক্টোবর ॥ গাইবান্ধায় এক বছর আগে পাসপোর্ট অফিস প্রতিষ্ঠিত হলেও এখনও তাদের নিজস্ব ভবন না থাকায় নানা সমস্যা অব্যাহত রয়েছে। ফলে পাসপোর্ট করতে আসা লোকজনদের যেমন নানা সমস্যায় পড়তে হচ্ছে তেমনি প্রয়োজনীয় কক্ষ এবং জায়গার অভাবে পাসপোর্ট অফিসের কাজকর্মও নানাভাবে বিঘিœত হচ্ছে। জেলা প্রশাসক কার্যালয়ের পশ্চিম পাশের দুটি কক্ষে গত বছরের ৩০ নবেম্বর পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু করা হয়। কিন্তু স্থানস্বল্পতার কারণে পাসপোর্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক শেখ মাহবুর রহমান ইতোমধ্যে জেলা প্রশাসক বরাবর পার্শ্ববর্তী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের এজলাসকক্ষটি তাদের নামে বরাদ্দ দেয়ার জন্য আবেদন জানিয়েছেন। এখন পর্যন্ত নতুন কক্ষটি বরাদ্দ না দেয়ায় এই স্বল্প পরিসরের অফিসকক্ষে জেলার মানুষের বর্ধিত নতুন মেশিন রিডেবল পাসপোর্টের চাহিদা পূরণ করতে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে। তিনি উল্লেখ করেন, নতুন ভবন দ্রুত নির্মাণ করা সম্ভব না হলেও চাহিদা মোতাবেক আলাদা বাড়ি ভাড়া নিয়ে পৃথক পাসপোর্ট অফিস চালু করার বিধান তাদের রয়েছে।
×