ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তথ্য চুরি যাওয়ায় ৮০ লাখ ডলার ক্ষতিপূরণ দিচ্ছে সনি

প্রকাশিত: ০৫:৪৫, ২৩ অক্টোবর ২০১৫

তথ্য চুরি যাওয়ায় ৮০ লাখ ডলার ক্ষতিপূরণ দিচ্ছে সনি

অনলাইন ডাটাবেজ থেকে ব্যক্তিগত তথ্য চুরি হওয়ায় কর্মীদের প্রায় ৮০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেবে প্রযুক্তি খাতের বিশ্বখ্যাত প্রতিষ্ঠান সনি। গেলবছর প্রতিষ্ঠানটির কম্পিউটার ডাটাবেজের নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়ে কর্মীদের ব্যক্তিগত তথ্য চুরি করে অনলাইনে প্রকাশ করে দেয় হ্যাকাররা। এতে কর্মীদের পরিচয়, ব্যাংক এ্যাকাউন্ট ও ক্রেডিট কার্ডের নম্বর থাকায় কর্মীদের মধ্যে আর্থিক নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দেয়। আর তা নিষ্পত্তি করতেই এ ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সনি। সিদ্ধান্ত অনুযায়ী, ক্ষতিগ্রস্ত কর্মীদের জনপ্রতি প্রায় ১০ হাজার ডলার দিতে হবে প্রতিষ্ঠানটিকে। এর আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে নিয়ে ‘দ্য ইন্টারভিউ’ নামে একটি বিদ্রুপাত্মক চলচ্চিত্র তৈরি করে সনি পিকচার্স। -অর্থনৈতিক রিপোর্টার
×