ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্রিটেন ইউরোপ থেকে বেরিয়ে গেলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

প্রকাশিত: ০৫:৪৫, ২৩ অক্টোবর ২০১৫

ব্রিটেন ইউরোপ থেকে বেরিয়ে গেলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে এলে তা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে যুক্তরাজ্যের ব্যবসায়ী সংগঠন-সিবিআই। সম্প্রতি সংগঠনটির প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। প্রতিবেদনে সংগঠনটির অধিকাংশ সদস্যই ইইউতে থাকার পক্ষে মতামত দিয়েছে। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় যুক্তরাজ্যে আরও বেশি কর্মসংস্থান ও বিভিন্ন খাতের ব্যবসায়িক সম্প্রসারণ সম্ভব হবে বলেও মনে করছে সিবিআই। পাশাপাশি ইইউভুক্ত ২৮টি দেশে ৫০ কোটিরও বেশি ভোক্তা তৈরি করেছে যুক্তরাজ্যের উৎপাদিত পণ্যের। এছাড়াও চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্যের মুক্তবাণিজ্যের সুযোগও তৈরি করেছে ইউরোপীয় ইউনিয়ন।
×