ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুতিনের জনসমর্থনের নতুন রেকর্ড

প্রকাশিত: ০১:১১, ২২ অক্টোবর ২০১৫

পুতিনের জনসমর্থনের নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক ॥ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জনসমর্থন রেকর্ড পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯০ শতাংশে। রাশিয়ার রাষ্ট্রীয় জরিপ সংস্থা ভিটিসইওএম বৃহস্পতিবার একথা জানিয়েছে। প্রাথমিকভাবে সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে পুতিনের বিমান হামলা চালানোর সিদ্ধান্তের কারণেই তার জনসমর্থন এত বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভিটিসইওএম জানায়, পুতিনের জনসমর্থন জুনের ৮৯ দশমিক এক শতাংশ থেকে বেড়ে অক্টোবরে ৮৯ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে| ২০১২ সালের জানুয়ারিতে পুতিনের জনসর্মথন ছিল ৫৮ দশমিক আট শতাংশ। এক বিবৃতিতে ভিটিসইওএম বলেছে, “রুশ প্রেসিডেন্টের কাজের প্রতি জনগণের এ বিপুল সমর্থনের সঙ্গে প্রথমত সিরিয়ায় সন্ত্রাসীদের অবস্থানে রুশ বিমান হামলার যোগসূত্র আছে।” রাশিয়ার বিমান বাহিনী জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর বিমান হামলা শুরুর পর থেকে তারা ৬৯০টি লক্ষ্যে ৭০০ বার হামলা করেছে। বিমান হামলা শুরু করার আগে জরিপ বলছিল, মধ্যপ্রাচ্যের ঘটনায় ক্রেমলিনের জড়িয়ে পড়া নিয়ে উদ্বিগ্ন ছিলেন রুশ নাগরিকরা। কিন্তু চলতি মাসের শুরুতে পরিচালিত অপর একটি জরিপে দেখা যায়, ৭২ শতাংশ নাগরিক খোলাখুলিভাবে রুশ বিমান হামলাকে সমর্থন করেছে। তৃতীয় মেয়াদে ২০১৮ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট থাকবেন পুতিন। ভিটিসইওএম জানিয়েছে, দেড় বছরেরও বেশি সময় ধরে তিনি ৮০ শতাংশেরও বেশি জনসমর্থন পেয়েছেন। দেশটির অপর একটি প্র্রধান জরিপ সংস্থা লেভাদা সেন্টারও পুতিনের প্রতি ব্যাপক জনসমর্থনের কথা জানিয়েছে।
×