ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পার্বতীপুর বাসুপাড়া উচ্চ বিদ্যালয়ের দৈন্য দশা

প্রকাশিত: ২২:৩৮, ২২ অক্টোবর ২০১৫

পার্বতীপুর বাসুপাড়া উচ্চ বিদ্যালয়ের দৈন্য দশা

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর॥ পার্বতীপুরের এমপিওভূক্ত বাসুপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আসলাম আলী সরকারীভাবে বেতন-ভাতার শতভাগ সুবিধা ভোগ করার পরও ভৌগলিক সীমানার মধ্যে ব্যক্তিগতভাবে নি¤œ মাধ্যমিক পর্যায়ে রোকেয়া-ছাবেদ রেসিডেন্টন্সিয়াল মডেল স্কুল প্রতিষ্ঠা করেছেন। দায়িত্বে অবহেলা ও ফাঁকি দিয়ে এই স্কুল নিয়ে তিনি ব্যতিব্যস্ত থাকেন। তিনি তার প্রতিষ্ঠিত স্কুলের ছাত্র-ছাত্রী ভর্তি বিজ্ঞপ্তি সহ বিভিন্ন কাজে এই স্কুলের(বাসুপাড়া উচ্চ বিদ্যালয়) নাম ও প্রধান শিক্ষক পদবী ব্যবহার করে আসছেন । এ ছাড়াও তার প্রতিষ্ঠিত স্কুলের ভ্যানগাড়ী, মাইক্রো ,কার প্রতিনিয়ত বাসুপাড়া উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসসহ আশপাশ এলাকা থেকে ছেলে-মেয়েদের তুলে নিয়ে যায়। এতে চরম ক্ষতি হচ্ছে প্রতিষ্ঠানটির। কমছে ছাত্র-ছাত্রী । দেখা দিয়েছে দৈন্যদশা । এ ব্যাপারে জনস্বার্থে এলাকাবাসীর পক্ষে বিদ্যৎসাহী সদস্য মোঃ আমিনুল ইসলাম পে-অর্ডারের মাধ্যমে ৫ হাজার টাকা জমা দিয়ে চলতি সালের ১৩ আগষ্ট দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর অভিযোগ দাখিল করে তদন্ত সাপেক্ষে প্রধান শিক্ষকের অপসারন দাবী করেছেন। দিনাজপুরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব আমিনুল ইসলাম জানান, লিখিত অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগের আলোকে সরেজমিনে তদন্ত কার্যক্রম শিঘ্রই শুরু হবে।
×