ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বের পঞ্চম শক্তিধর রাষ্ট্র পাকিস্তান!

প্রকাশিত: ১৮:২৫, ২২ অক্টোবর ২০১৫

বিশ্বের পঞ্চম শক্তিধর রাষ্ট্র পাকিস্তান!

অনলাইন ডেস্ক ॥ আগামী ২০২৫ সালের মধ্যে পাকিস্তান বিশ্বের পঞ্চম পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হবে বলে মার্কিন এক বিশেষজ্ঞ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটি তৈরি করেছেন মার্কিন সাইন্টিস্ট ফেডারেশনের পারমাণবিক তথ্য প্রকল্পের পরিচালক হ্যানস এম ক্রিস্টেনসেন ও ফেডারেশনের ঊর্ধ্বতন ফেলো রবার্ট এস নরিস। ভারতীয় হামলা প্রতিহত করতে পাকিস্তানের স্বল্প পরিসরে পরমাণু কর্মসূচি পরিচালনার বিষয়টি ইসলামাবাদের স্বীকার করার পরদিনই বিশেষজ্ঞ প্রতিবেদনটি প্রকাশ হলো। ‘পাকিস্তানের পরমাণু শক্তি-২০১৫’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশটির পারমাণবিক অস্ত্রের মজুত রয়েছে ১১০ থেকে ১৩০টি। ২০১১ সালে এ সংখ্যা ছিল ৯০ থেকে ১১০-এ। যে হারে পাকিস্তানের অস্ত্রের সংখ্যা বাড়ছে, তাতে ২০২৫ সাল নাগাদ দেশটি ২২০ থেকে ২৫০টি পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে।
×