ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্রের নতুন কমিটি

প্রকাশিত: ০৬:২৬, ২২ অক্টোবর ২০১৫

মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্রের নতুন কমিটি

সংস্কৃতি ডেস্ক ॥ সাম্প্রতিক সময়ে দেশের স্বনামধন্য আবৃত্তি সংগঠন মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র, (টিএসসি) এর ত্রয়োদশ কাউন্সিল সম্প্রতি পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আনিসা জামান চাঁপা এবং সাধারণ সম্পাদক, আবৃত্তিশিল্পী রফিকুল ইসলামের উপস্থিতিতে ১৩তম এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে আর উপস্থিত ছিলেন কবি ও লেখক শেখর বরণ। কাউন্সিলের মাধ্যমে গঠিত সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটিতে পুরনো মুখের পাশাপাশি কিছু নতুন উদ্যমী কর্মী স্থান পেয়েছেন। ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন আনিসা জামান চাপা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহসভাপতি নাসিমা খান বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক লুনা সিকদার, অর্থ সম্পাদক মাহমুদা সিদ্দিকা সুমি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পান্থ আফজাল এবং দফতর সম্পাদক সঙ্গীতা সাহা। এছাড়া কার্যনির্বাহী পরিষদে চারজন নতুন মুখ যথাক্রমে শায়লা লাবনি, শামস ইস্তি, ফারজানা এবং কামরুজামান যুক্ত হন। কমিটির এই কার্যনির্বাহী পরিষদ সংগঠনের আদর্শ, সংবিধান ও কার্যক্রমকে ভবিষ্যতে সমুন্নত রাখতে প্রতিজ্ঞাবদ্ধ হন। রাবির কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের কমিটি গঠন রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের ২০১৫-১৬ সালের কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের ১০১ নম্বর কক্ষে নতুন কমিটি ঘোষণা করেন বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেবশ্রী ম-ল। এ সময় বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক কণিকা গোপসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নতুন কমিটিতে সোহেল রানাকে সভাপতি এবং আবু বকর সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সভাপতিম-লীর সদস্য রিপন কর্মকার, আবদুল মজিদ অন্তর, তাসনিম রফিক রাত্রি, নুরুল ইসলাম রুপম, সহ-সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিমেল, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, অর্থ সম্পাদক জাকিরুল ইসলাম, দফতর সম্পাদক অন্তর আলী, প্রচার সম্পাদক রনি, জনসংযোগ সম্পাদক আকাশ কুমার এবং সম্পাদক স্বপন কুমার রায়, সিরাজুস সালেকিন ও শামীম হোসেন।
×