ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিস্ময়কর ডিজে বালক

প্রকাশিত: ০৫:২৯, ২২ অক্টোবর ২০১৫

বিস্ময়কর ডিজে বালক

দক্ষিণ আফ্রিকার তিন বছর বয়সী ছোট্ট ছেলে আর্চ জুনিয়র বিস্ময়কর কাণ্ড ঘটিয়ে সবাইকে অবাক করে দিয়েছে। মাত্র তিন বছর বয়সেই সে হয়ে উঠেছে একজন সফল ডিসকো জকি, মানে ডিজে! তার কৃতিত্বে জুটেছে দুই-চারটে সেরা ডিজের পুরস্কারও! লেটির বাড়ি দক্ষিণ আফ্রিকার গটেং প্রদেশের আলেকজান্দ্রা টাউনশিপ এলাকায়। এরই মধ্যে অনবদ্য প্রতিভার কারণে সে সবার কাছে পরিচিত হয়ে উঠেছে ডিজে আর্চ জুনিয়র নামে। বছর দুয়েক আগের কথা, তার বাবা তাকে একটি ডিজেবিষয়ক মোবাইল এ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তখন তার বয়স মাত্র এক বছর। এই এ্যাপের মাধ্যমে সে অনেক মজা পায় এবং সঙ্গীতের প্রতি তার আকর্ষণ তুঙ্গে উঠে যায়। তখন থেকে তার ধ্যান-জ্ঞান হয়ে ওঠে ডিজে হওয়া। দুই বছরেই সে হয়ে উঠেছে একজন দক্ষ ডিজে! দক্ষিণ আফ্রিকায় ডিজে অন্বেষণের জন্য রিয়েলিটি শোর মাধ্যমে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় অংশ নেয় ডিজে আর্চ জুনিয়র। রিয়েলিটি শোতে পারফর্ম করার জন্য যখন আর্চ মঞ্চে ওঠে দর্শকদের তাক লাগিয়ে দেন আর্চ। যখন আর্চ প্রথম মঞ্চে ওঠে, তখন প্রথমে বিচারকদের উদ্দেশে ‘হ্যালো’ বলে সম্ভাষণ জানিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যায়। তারপর হাত নেড়ে শুভেচ্ছা জানায় উপস্থিত দর্শককে এবং প্রতিদ্বন্দ্বী ডিজেদের দেখায় ‘থাম্বস আপ’। তারপর তার বাবা তাকে পরিচয় করিয়ে দিয়ে মঞ্চ থেকে নেমে আসেন। ছোট্ট আর্চ দক্ষ হাতে গান চালিয়ে দিয়ে, নব ঘুরিয়ে ঘুরিয়ে নানা রকম সাউন্ড ইফেক্ট তৈরি করে দর্শককে মুগ্ধ করতে থাকে। সূত্র -ওয়েবসাইট।
×