ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে দোকানের মধ্যে বাংলাদেশী কর্মীকে গুলি করে হত্যা

প্রকাশিত: ০৫:২৮, ২২ অক্টোবর ২০১৫

যুক্তরাষ্ট্রে দোকানের মধ্যে বাংলাদেশী কর্মীকে গুলি করে হত্যা

বিডিনিউজ ॥ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশী এক কর্মীকে গুলি করে মেরে দোকানে ডাকাতির ঘটনা হয়েছে। শনিবার সকালে সেবরিং সিটির ৬২৯ এন রিজউড ড্রাইভের শেল ফুড মার্টে এ ঘটনা ঘটে। নিহত মোশতাক আহমেদের (৬১) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। আগে নিউজার্সির আটলান্টিক সিটিতে মেয়ের সঙ্গে থাকলেও সাত মাস আগে মোশতাক ফ্লোরিডায় এসে ওই দোকানে কাজ নেন বলে সেন্ট্রাল ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান মিলন জানান। মিলন বলেন, এক কৃষ্ণাঙ্গ যুবক দোকানে ঢুকে অস্ত্রের মুখে নগদ অর্থ ছিনিয়ে নেয় এবং মোশতাককে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় পুলিশ মুশতাককে কাছাকাছি এক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কয়েক ঘণ্টা পর তিনি মারা যান। ফ্লোরিডার বাংলাদেশী কমিউনিটির নেতা আমিনুল ইসলাম অপু জানান, ঘটনার পর পরই পুলিশ দোকানটির সার্ভিলেন্স ক্যামেরা নিয়ে গেছে। তবে ওই ডাকাতকে এখনও আটক করা যায়নি। শুক্রবার দুপুরে সেন্ট্রাল ফ্লোরিডা মসজিদে মোশতাকের জানাজা হবে। এর পর তার লাশ দাফনের জন্য বাংলাদেশে নিয়ে যাওয়া হবে। দেশে মোশতাকের স্ত্রী ও ছেলেমেয়ে রয়েছে বলে আমিনুল ইসলাম জানান। গত আগস্টে এই ফ্লোরিডাতেই শহীদুল আলম (৫৪) নামে এক বাংলাদেশীকে তার বাসার সামনে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
×