ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিদেশী হত্যার ঘটনায় বাংলাদেশ সরকারের পদক্ষেপে সুইডিশ রাষ্ট্রদূতের সন্তোষ

প্রকাশিত: ০৭:২৮, ২১ অক্টোবর ২০১৫

বিদেশী হত্যার ঘটনায় বাংলাদেশ সরকারের পদক্ষেপে সুইডিশ রাষ্ট্রদূতের সন্তোষ

বাংলানিউজ ॥ সম্প্রতি দুই বিদেশী নাগরিক হত্যার ঘটনায় বাংলাদেশ সরকারের নেয়া পদক্ষেপ সন্তোষজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল। মঙ্গলবার বেলা এগারোটায় চুয়াডাঙ্গার দর্শনায় ওয়েভ ফাউন্ডেশনের কমিউনিটি বেজড ক্লাইমেট এ্যাডাপ্টেশন প্রজেক্ট পরিদর্শনকালে তিনি এ কথা বলেছেন। তিনি আরও বলেন, বিদেশীদের নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশ সরকারকে আরও আন্তরিক হতে হবে। এটি খুবই উদ্বেগজনক। কোন হত্যাকা-ই সুইডেন সমর্থন করে না। এর দ্রুত বিচার দেখতে চায় সুইডেন। এর আগে তিনি ওয়েভ ফাউন্ডেশন কার্যালয়ে এক মতবিনিময় সভা করেন। এরপর দামুড়হুদা উপজেলার ডুগডুগীতে প্রজেক্ট পরিদর্শনে যান। এরপর ভারত সীমান্তের দর্শনা চেকপোস্ট পরিদর্শন শেষে বিকেল সাড়ে চারটায় জীবননগর উপজেলার দত্তনগর কৃষি খামার পরিদর্শন করেন। এরপর তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
×