ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কারাবন্দী থেকে এবার গৃহবন্দী পিস্টোরিয়াস

প্রকাশিত: ০৬:০১, ২১ অক্টোবর ২০১৫

কারাবন্দী থেকে এবার গৃহবন্দী পিস্টোরিয়াস

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে কারাগার থেকে বের হয়ে এলেন অস্কার পিস্টোরিয়াস। দক্ষিণ আফ্রিকার এ ব্লেড রানারের পরিবারে তাই সুখের ছোঁয়া। কিন্তু মানসিক মুক্তিটা এখনও মেলেনি, তাই পিস্টোরিয়াস অতটা খুশি হতে পারছেন কী? কারণ এখন তাকে গৃহকোণেই আটকা থাকতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর সবসময় নিবদ্ধ থাকবে তার ওপর। সোমবার রাতে তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হলেও এখন পিস্টোরিয়াস থাকবেন গৃহবন্দী। ২০১৩ সালে একটি ভুলের জন্য চরম দুঃখের সাগরে পতিত হয়েছেন পিস্টোরিয়াস। ভ্যালেন্টাইনস ডে’র রাতে অনিচ্ছাকৃত ভুলের জন্য তার ফ্ল্যাটের বাথরুমে গুলিবিদ্ধ হয়ে মারা যান তার বান্ধবী মডেল কন্যা রিভা স্টিনক্যাম্প। পিস্টোরিয়াস ভেবেছিলেন অনুপ্রবেশকারী ঢুকে পড়েছেন এবং বাথরুমের বন্ধ দরজার ওপাশে সেই গুপ্তশত্রু নড়াচড়া করছে। তাই ব্যক্তিগত রিভলবার বের করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন তিনি এবং ওই বুলেটগুলোই দরজা ভেদ করে আঘাত হানে স্টিনক্যাম্পকে, সেখানেই মৃত্যু ঘটে তার। এরপর বিচারে দোষী সাব্যস্ত হওয়াতে ৫ বছরের কারাদ- দেয়া হয়েছিল পিস্টোরিয়াসকে। অবশ্য আদালতের এ রায়ের বিরুদ্ধে আপীল করেছেন ব্লেড রানার। ওই আপীলের শুনানি শুরু হবে ৩ নবেম্বর। রাষ্ট্রপক্ষের আইনজীবীরাই বলছেন পিস্টোরিয়াসের খুনের দ-টা পরিবর্তন হওয়া উচিত। প্রায় এক বছর বন্দিত্ব অবস্থা থাকার পর কারাগার থেকে মঙ্গলবার মুক্ত হওয়ার কথা ছিল তার। কিন্তু সোমবার রাতেই দ্বিতীয় জোসি মামপুরু কারাগার থেকে মুক্তি পেয়ে গেলেন পিস্টোরিয়াস। গত সপ্তাহেই দক্ষিণ আফ্রিকার প্যারোলে বোর্ড জানায়, পিস্টোরিয়াসের চার বছরের গৃহবন্দিত্ব ও সংশোধনী তত্ত্বাবধান অনুমোদন করা হয়েছে। এখন তিনি প্রিটোরিয়ায় নিজ চাচার বাড়িতে চলে গেছেন। সেখানেই গৃহবন্দীদশা কাটাবেন বলে ধারণা করা হচ্ছে। পিস্টোরিয়াস কারাগার থেকে বাড়ি ফেরার পর পরিবারের সদস্যরা দারুণ খুশি হয়েছেন বলে জানিয়েছেন তার পক্ষের এক মহিলা মুখপাত্র। এ বিষয়ে ওই মুখপাত্র, এ্যানেলিজ বারগেস বলেন, ‘পরিবার অস্কারকে এই গৃহবন্দী থাকার সময়টাতে সব ধরনের সমর্থন ও সহায়তা দেবে। খুশিমনেই অস্কার বাড়ি ফিরেছেন এবং তাকে ফিরে পেয়ে পরিবারের সবাই খুব আনন্দিত। তবে সবাই জানতে চাই অস্কারের শাস্তি এভাবে চলার আদৌ তেমন কোন প্রয়োজন আছে কি না?’ অস্কার কারাগার থেকে মুক্তি পেলেও যেহেতু শাস্তির আওতায় আছেন সে কারণে তিনি কোন প্রতিযোগিতায়ও অংশ নিতে পারবেন না। ইতোমধ্যেই আন্তর্জাতিক প্যারাঅলিম্পিক কমিটি জানিয়েছে শাস্তি শেষ না হওয়া পর্যন্ত সব প্রতিযোগিতায় অস্কার নিষিদ্ধ, এমনকি ২০১৬ সালের রিও ডি জেনিরো গেমসেও অংশ নিতে পারবেন না ব্লেড রানার।
×