ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মার্সেলের টিভিতে ৩ মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি

প্রকাশিত: ০৫:৪৮, ২১ অক্টোবর ২০১৫

মার্সেলের টিভিতে ৩ মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি

অর্থনৈতিক রিপোর্টার ॥ সিআরটি এবং এলইডি টেলিভিশনে ৩ মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে দেশীয় ব্র্যান্ড মার্সেল। রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কার্যকর হয়েছে চলতি অক্টোবর মাসের ১৫ তারিখ থেকে। প্রধানত মার্সেলের প্রতি ক্রেতাদের আস্থা বাড়াতে এই উদ্যোগ নিয়েছে মার্সেল কর্তৃপক্ষ। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির পাশাপাশি আগের অন্যান্য সুবিধাও ভোগ করবেন মার্সেলের ক্রেতারা। এর মধ্যে রয়েছে এলইডি টিভির প্যানেল, যন্ত্রাংশের ক্ষেত্রে দুই বছরের ওয়ারেন্টি। যথারীতি বিক্রয়োত্তর সেবার ক্ষেত্রেও থাকছে ২ বছরের সার্ভিস ওয়ারেন্টি। সেই সঙ্গে সিআরটি টিভির পিকচার টিউবে দেয়া হচ্ছে চার বছরের ওয়ারেন্টি। মার্সেল কর্তৃপক্ষ জানায়, ইলেকট্রনিক্স পণ্যের বাজার এখন বেশ প্রতিযোগিতামূলক হয়ে দাঁড়িয়েছে। এখন যে যত বেশি সুবিধা দেবে ক্রেতার জন্য ততই লাভ। গ্রাহকের আস্থা বৃদ্ধির জন্য এই উদ্যোগ। আবার বাজারে টিকে থাকতে হলে বাড়তি সুবিধার পাশাপাশি পণ্যের গুণগত উচ্চমানও জরুরী। এদিকে নিজস্ব কারখানায় উৎপাদিত মার্সেল টেলিভিশনের মান আগের চেয়ে আরও বেশি উন্নত হয়েছে। মার্সেল পণ্য যেহেতু দেশেই তৈরি হচ্ছে তাই বাড়তি ওয়ারেন্টি দিতে সমস্যা নেই। যা আমদানিকারদের জন্য দুরূহ হয়ে পড়ে। সেইসঙ্গে মার্সেলের বিক্রয়োত্তর সেবার জন্য রয়েছে আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম। ঈশ্বরদী চালকল মালিক গ্রুপের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন স্টাফ রিপোর্টার ॥ ঈশ্বরদী চালকল মালিক গ্রুপের ত্রিবার্ষিক নির্বাচন বুধবার রাতে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ফজলুর রহমান মালিথা সভাপতি, সহসভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক জুলমত আলী ও সাংগঠনিক সম্পাদক পদে শফিকুল আলম আলোকসহ কার্যনির্বাহী পরিষদের ১৮ পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিগত কার্যনির্বাহী পরিষদ কর্মকর্তাদের যোগ্য নেতৃত্বের কারণে এবার সাড়ে চার শ’ মিলারের কেউই প্রার্থী হওয়ার সাহস পাননি। বিভিন্ন পদে নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন, অপর সহসভাপতি হাসিবুর রহমান বেলাল, সহ-সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, কোষাধ্যক্ষ আমিরুল ইসলাম, দফতর সম্পাদক আনসারুল ইসলাম, প্রচার সম্পাদক আনিসুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হান্নান মালিথা, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক মিজানুর রহমান মহলদার এবং নির্বাহী সদস্য মুনসুর আলী, সাইদার রহমান, আঃ রশিদ সরদার, আবুল হাসেম, আনিসুর রহমান, গোলাম সরোয়ার ও ইফতেখার মঞ্জিল। নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুর রহমান, নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আলম ও নির্বাচন কমিশনার শরিফুল ইসলাম মিলন।
×