ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেয়ার বেচবেন এনসিসি ব্যাংকের উদ্যোক্তা

প্রকাশিত: ০৫:৪৭, ২১ অক্টোবর ২০১৫

শেয়ার বেচবেন এনসিসি ব্যাংকের উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট এ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের উদ্যোক্তা আসলাম-উল-করিম শেয়ার বেচার ঘোষণা দিয়েছেন। এই উদ্যোক্তা ১ লাখ ৭৫ হাজার শেয়ার বেচবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, এই উদ্যোক্তার কাছে ব্যাংকটির মোট ৯ লাখ ২৯ হাজার ৪১১টি শেয়ার আছে। এর মধ্যে থেকে উল্লিখিত পরিমাণ শেয়ার আগামী ২৯ অক্টোবরের মধ্যে বেচবেন তিনি। প্রসঙ্গত, ‘এ’ ক্যাটাগরির ব্যাংকটি ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার ৯ মাসে ইসলামিক ফাইন্যান্সের ইপিএস ৭৪ পয়সা চলতি হিসাব বছরের ৯ মাসে ইসলামিক ফাইন্যান্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি এ আয় করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের বছরের একই সময়ে কোম্পানিটির এ আয়ের পরিমাণ ছিল ৮৮ পয়সা। এ হিসাবে চলতি হিসাব বছরে কোম্পানিটির ইপিএস কমেছে ১৫.৯০ শতাংশ। এদিকে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য ছিল ১২.৪৫ টাকা। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১১.৭৭ টাকা। ২০০৫ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×