ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে মনজিদ, মন্দির ও গীর্জা প্রাঙ্গনে মেলা

প্রকাশিত: ২০:৩৪, ২০ অক্টোবর ২০১৫

লালমনিরহাটে মনজিদ, মন্দির ও গীর্জা প্রাঙ্গনে মেলা

নিজস্ব সংবাদাদাত, লালমনিরহাট ॥ জেলা শহরের পুরান বাজারে প্রায় শতবছর ধরে এক মিটারে ব্যবধানে মসজিদ মন্দির রয়েছে। সেখানে সন্ধ্যায় মসজিদে যখন আযান হয়। তখন মন্দিরে শংস্ক ধনি বাজে। কোন ধর্মের মানুষ তাদের এই ধর্মীয় আচারে কোন দিন অসুবিধা মনে করেনি। বরং উৎসাহিত করেছে। বর্তমান সরকার ক্ষমতায় এসে এই মসজিদ মন্দিরের পাশে একটি র্গীজাও স্থাপন করে দিয়েছে। দূর্গাপুঁজাকে কেন্দ্র করে এই মসজিদ, মন্দির ও র্গীজা প্রাঙ্গনে মেলা বসেছে। ধর্মীয় আচার পালনে স্ব স্ব ধর্মের মানুষ নিজনিজ উপাসানালয়ে গিয়ে ধর্ম পালন করছে। দেখা যায়, সন্ধ্যায় মাগরিবের আযানের সময় মুসলমানরা নামাজ আদায়ে মসজিদে ঢুকছে, হিন্দুরা মন্দিরে পুঁজা দিতে ঢুকছে ও খৃষ্টান ধর্মাবলীরা র্গীজায় প্রাথর্না করতে ঢুকছে। ধর্ম পালনে কেউ কারও বাধা হয়ে দাঁড়ায়নি। ধর্মী সম্প্রীতির এই অনন্য দৃষ্টান্ত হয়তো বাংলাদেশের আর কোথাও আছে কিনা জানা নেই।
×