ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি

বৈধতা চ্যালেঞ্জের রিট নিয়মিত বেঞ্চে নেয়ার পরামর্শ হাইকোর্টের

প্রকাশিত: ০৮:২১, ২০ অক্টোবর ২০১৫

বৈধতা চ্যালেঞ্জের রিট নিয়মিত বেঞ্চে নেয়ার পরামর্শ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুত ও গ্যাসের দাম বাড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি নিয়মিত বেঞ্চে যাওয়ার পরামর্শ দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি কাজী মোঃ ইজারুল হক আকন্দের অবকাশকালীন বেঞ্চ আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন বলে জানান আইনজীবী মোঃ সাইফুল ইসলাম। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সুব্রত চৌধুরী, সঙ্গে ছিলেন মোঃ সাইফুল আলম। চলতি বছরের ২৭ আগস্ট বিদ্যুতের দাম গড়ে ২.৯৩ এবং গ্যাসের দাম ২৬.২৯ শতাংশ বৃদ্ধি করে বিইআরসি। ১০ সেপ্টেম্বর বিইআরসি বরাবরে দেয়া এক চিঠিতে এ দাম প্রত্যাহারের দাবিতে আল্টিমেটাম দেয় ক্যাব। এতে বিদ্যুত ও গ্যাসের বর্ধিত মূল্য ১৬ সেপ্টেম্বরের মধ্যে প্রত্যাহারের আবেদন করা হয়। অন্যথায় উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দেয় ভোক্তাদের এই সংগঠনটি। বর্ধিত এ দাম ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়। কিন্তু বিদ্যুতের এই দাম বৃদ্ধিকে অযৌক্তিক ও বেআইনী দাবি করে গত বুধবার হাইকোর্টে রিট দায়ের করা হয়। ক্যাবের ওই আলটিমেটাম আমলে না নেয়ায় রিট দায়ের করা হয়েছে। রিটের ফলে বিদ্যুত ও গ্যাসের বর্ধিত মূল্য আইনগতভাবে টিকবে না বলেও আশা প্রকাশ করেছে ক্যাব।
×