ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই বিদেশী হত্যা রহস্য উন্মোচন এখন সময়ের বিষয় ॥ মেনন

প্রকাশিত: ০৭:৫৩, ২০ অক্টোবর ২০১৫

দুই বিদেশী হত্যা রহস্য উন্মোচন এখন সময়ের বিষয় ॥ মেনন

স্টাফ রিপোর্টার ॥ বিমান মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশ একটি উদার গণতান্ত্রিক দেশ। জঙ্গীবাদ, উগ্রবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার স্থান এখানে নেই। দুই বিদেশী হত্যা রহস্য উন্মোচন সময়ের বিষয় মাত্র। মন্ত্রী সোমবার সচিবালয়ে বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা এবং ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি ওবেরে সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন। মেনন বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। তিনি রাষ্ট্রদূতদ্বয়কে বাংলাদেশের বিদ্যমান শান্তিপূর্ণ পরিস্থিতির বিষয়টি তুলে ধরে বলেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ ও উদার গণতান্ত্রিক একটি দেশ। এসময় ইতালির রাষ্ট্রদূত বলেন, ইতালির জন্য তাবেলা হত্যাকা- দুঃখজনক। তবে আমরা বাংলাদেশ সফরে আমাদের নাগরিকদের জন্য কোন সতর্কতা জারি করিনি। আমরা আমাদের নাগরিকদের বাংলাদেশ সফরে আসতে বলেছি। আমরা চাই হত্যাকা-ের চলমান তদন্ত সুন্দরভাবে সমাধান হোক। ফরাসী রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের তদন্ত শেষ হলেই আমরা প্রকৃত বিষয় জানতে পারব।
×