ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের প্রিয়তির আন্তর্জাতিক সাফল্য

প্রকাশিত: ০৬:২২, ২০ অক্টোবর ২০১৫

বাংলাদেশের প্রিয়তির আন্তর্জাতিক সাফল্য

সংস্কৃতি ডেস্ক ॥ অবশেষে বাংলাদেশী হিসেবে আরও একবার নিজের প্রতিভার পরিচয় দিলেন বাংলাদেশী তরুণী মাকসুদা আক্তার প্রিয়তি। আয়ারল্যান্ডের বাসিন্দা হিসেবে গত বছর মিস আয়ারল্যান্ডের মুকুট ওঠে প্রিয়তির মাথায়। এরই ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক ইভেন্ট মিস আর্থ ২০১৬ প্রতিযোগিতায় তিন-তিনটি পুরস্কার জিতলেন প্রিয়তি। জানা গেছে এ প্রতিযোগিতা মিস কমপ্যাশনেট, সেরা গাউন ও সেরা ফিটনেস বিভাগে সেরার হাসি হেসেছেন তিনি। গত ১৩ অক্টোবর জ্যামাইকায় শুরু হয় ‘মিস আর্থ ২০১৬’। এ আসরে মিস আয়ারল্যান্ড হিসেবে অংশ নিয়েছেন প্রিয়তি। ফলে তিনি জায়গা করে নেন মিস আর্থ-এ। এবারের প্রতিযোগিতার শীর্ষ পাঁচে স্থান করে নেয়ার সুবাদে প্রিয়তি ছিলেন গ্র্যান্ড ফিনালেতে। যদিও মিস আর্থের মুকুট জেতা হয়নি তার। তবে পোশাক, সহানুভূতি ও শারীরিক যোগ্যতায় অন্য চার প্রতিযোগীকে ঠিকই পেছনে ফেলেছেন তিনি। ঢাকায় শৈশব কাটলেও কৈশোরে প্রিয়তি চলে যান আয়ারল্যান্ডে। সেখানে মডেলিং শুরু করেন তিনি। এরপর অংশ নেন বিভিন্ন প্রতিযোগিতায়। পেশাগতভাবে বৈমানিক হিসেবে কাজ করেছেন তিনি।
×